এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ নভেম্বর : বিহার বিধানসভার ভোটে ২৪৩ টি আসনের মধ্যে ২০৯ টি আসনে জয়লাভ করতে চলেছে এনডিএ জোট । বিহারের এই ভূমিধস জয়ে উল্লসিত বঙ্গ বিজেপি । ওটা রাজ্য জুড়ে বিজয় উদযাপন করছেন বিজেপি নেতাকর্মীরা । আজ বিকাল এই বিধানসভার বাইরে গেরুয়া আবির খেলে এবং লালটু বিতরণ করে বিজয় উদযাপন করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি বিধায়করা । এদিকে আগামী বছর পশ্চিমবঙ্গে হতে চলেছে বিধানসভার ভোট। বিহারের মতোই পশ্চিমবঙ্গেও তৃণমূল ধরাশায়ী হবে বলে আশায় বুক বাঁধছে বিজেপি । বিহারের ফলাফলে উচ্ছ্বসিত শুভেন্দু ভবিষ্যৎবাণী করেছেন, ২০২৬-এ জয় মা কালী এবং হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে ।
আজ শুক্রবার সন্ধ্যায় কলকাতার আইসিসিআর-এ সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন,’জয় জগন্নাথ বলে ২০২৪-এ কলিঙ্গ জয় হয়েছে । জয় সীতামাতা বলে আজ অঙ্গ জয় হল । আর ২০২৬-এ জয় মা কালী এবং হরে কৃষ্ণ মন্ত্রের সাথে বঙ্গ বিজয় হবে । অঙ্গ-বঙ্গ-কলিঙ্গ হলেই বৃত্ত সম্পূর্ণ হবে ।’
তবে তার আগে তিনি এরাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নির্বিঘ্নে সম্পন্ন হওয়ার জন্য প্রার্থনা করেছেন । বিহারে এসআইআর-এ প্রায় ৫০ লক্ষ অবৈধ ভোটারের নাম বাদ যাওয়ার সুফল এনডিএ পেয়েছে বলে মনে করছেন শুভেন্দু অধিকারী । কিন্তু পশ্চিমবঙ্গে এসআইআর-এর প্রবল বিরোধিতা হচ্ছে । এমনকি অখিলেশ যাদব পর্যন্ত হুমকি দিয়েছে যে তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ প্রভৃতি রাজ্যে এসআইআর করতে দেবে না । সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গে এসআইআর এর ভবিষ্যৎ কি হবে ? উত্তরের শুভেন্দু অধিকারী বলেছেন, ‘এসআইআর এর বিরোধিতা করার জন্য অখিলেশ যেমন যাদব যেমন বিহারে গিয়েছিলেন, তেমনি মমতা ব্যানার্জিও দু’জন প্রতিনিধি পাঠিয়েছিলেন বিহারে । কিন্তু যখন ফাইনাল ভোটার লিস্ট বের হলো তখন তারা সবাই এসআইআর গিলে ফেললেন । অতএব আগামী সাত ফেব্রুয়ারি এখানে যে ভোটার লিস্ট বের হবে সেটা কেউ গিলতে হবে ।’
পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভোট টানতে এবারেও ফের ভাতা বাড়ানোর কৌশল নিতে পারেন বলে মনে করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তিনি মমতার উদ্দেশ্যে বলেন,’আপনি কি কি করবেন আমি জানি । আপনার ভাইপো জং ধরা বাসটা সারাচ্ছে । নব জোয়ার বের করবে,কোচবিহার থেকে শুরু করবে । কিন্তু ভাইপোকে মানুষ যত দেখবে তত ভোট কমবে। করতে দেন । আপনিও কি করবেন আমি জানি । আপনি বলবেন যে আবার কিছু বাড়ি দেব । পিসি, ১ লাখ ২০ হাজারে বাড়ি হয় না । দশ হাজার টাকা বালির গাড়ি করে দিয়েছেন আপনি, আগে ২০০০ টাকার বালি ছিল । আপনি ফের ক্ষমতা এসে কিছু টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেবেন আমি জানি । কিছু বয়স্ক ভাতার পেনশন পড়ে আছে। নবান্নতেও আমাদের কিছু লোকজন আছে। প্রিন্সিপাল সেক্রেটারি, সেক্রেটারিরা আমাদের হয়ে কাজ করছেন । কি কি করবেন আপনি জানি । আপনি চেষ্টা করছেন ৫০০ টাকা ভাতা বাড়ানোর । আপনার অর্থ মন্ত্রক রাজি হচ্ছে না । কিন্তু আপনি ঠিক করেছেন যে অন্তত ২০০ টাকা বাড়াবেন । এগুলো করবেন….. কিন্তু করলেও কিছু হবে না । ১২০০-১৪০০ টাকায় কিছু হয়না ।’
শুভেন্দু অধিকারী বলেন,’চাকরি আপনি দিতে পারেননি । লাখপতি দিদি আপনি বানাতে পারেননি । সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যেতে হয়েছে । মা কালীকে প্রিজন ভ্যানে তুলেছেন । বর্ডারে বেড়া দেওয়ার জন্য জমি দেননি । আপনার এখানেই মুর্শিদাবাদ,মালদাতে জঙ্গিরা ঘুরে বেড়াচ্ছে । ক্যানিং থেকে জাভেদ মুন্সি ধরা পড়ে । আপনি জঙ্গি হাব বানিয়েছেন। এগুলো নিয়ে পশ্চিমবঙ্গের লোক আপনাকে ঠিক সময় ঠিক জায়গায় উচিত শিক্ষা দেবে। আমরা এখন শুধু এসআইআর-এর সফলতা কামনা করি এবং প্রার্থনা করি ইলেকশন কমিশন যেন সেটা করে । তারপরে বাকি নির্বাচনের সময় দেখা যাবে ।’।
Author : Eidin.

