এইদিন ওয়েবডেস্ক,নেলোর,২৯ ডিসেম্বর : অন্ধ্রপ্রদেশের নেলোরে তেলেগু দেশম পার্টির (টিডিপি) সুপ্রিমো তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী এম চন্দ্রবাবু নাইডুর রোড শোতে পদদলিত হয়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন । আহতও হয়েছেন অনেকে । বুধবার সন্ধ্যায় নেলোর জেলার কান্দুক্কুরে চন্দ্রবাবু নাইডুর রোড শো ছিল । হাজার হাজার সমর্থক জড়ো হয়েছিল ওই সভায় । জানা গেছে,নাইডুর বক্তব্য চলাকালীন টিডিপি কর্মী ও সমর্থকদের মধ্যে হঠাৎ ধাক্কাধাক্কি শুরু হয় । ভিড়ের মধ্যে পড়ে বহু মানুষ পদদলিত হয়ে যায় । কেউ কেউ সভাস্থলের পাশে নিকাশী নালায় ঝাঁপ দিয়ে পদদলিত হওয়ার হাত থেকে রক্ষা পেয়েছিলেন । আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক । ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
ঘটনার পর নাইডু মাঝপথে রোড শো ছেড়ে হাসপাতালে আহতদের দেখতে যান । তিনি এই দুর্ঘটনায় প্রত্যেক নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা আর্থিক সহায়তার দেওয়ার কথা ঘোষণা করেছেন । উল্লেখ্য,২০২৪ সালে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে অন্ধ্রপ্রদেশে । সেই কারনে প্রতিটি জেলা সফর শুরু করছেন চন্দ্রবাবু নাইডু । বুধবার তিনি নেলোরে প্রচারে গিয়েছিলেন । কিন্তু অনিয়ন্ত্রিত ভিড়ের চাপে মর্মান্তিক এই ঘটনাটি ঘটে যায় ।।