এইদিন ওয়েবডেস্ক,অন্ডাল(পশ্চিম বর্ধমান),২৯ ডিসেম্বর : ইসিএল স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা ছাড়াই খোলামুখ খনি চালু করতে চলেছে । এই অভিযোগ তুলে বিভিন্ন দাবিদাওয়া নিয়ে বুধবার অন্ডালের সিদুলি বাঁচাও কমিটির পক্ষ থেকে সিদুলি কোলিয়ারির এজেন্টের কাছে স্মারকলিপি দেওয়া হলভ। সংগঠনের পক্ষ থেকে মোট ১৫ দফা দাবি জানানো হয়। সিদুলি বাঁচাও কমিটির সদস্যদের সঙ্গে এই আন্দোলনে সামিল হন খান্দরা পঞ্চায়েতের প্রধান শ্যামলেন্দু অধিকারী ও অন্ডাল পঞ্চায়েত সমিতির সহসভাপতি কৌশিক মণ্ডলও । এদিন এলাকার প্রচুর মহিলাকে এই আন্দোলনে সামিল হতে দেখা যায় ।
স্থানীয়রা জানান,সিদুলি এলাকায় একটি খোলামুখ খনি চালু হতে চলেছে । প্রস্তাবিত খোলামুখ খনি চালু হলে এলাকার মানুষের ভবিষ্যৎ জীবনে কি প্রভাব পড়বে তানিয়ে আলোচনা প্রয়োজন। এই দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয়রা। দাবিদাওয়ার মধ্যে এলাকার মানুষদের পুনর্বাসন ও কর্মসংস্থানের পাশাপাশি এলাকার সামগ্রিক উন্নয়নের দাবি জানানো হয়।এদিন সিদুলি এলাকার কয়েকশো মানুষ মিছিল করে এসে সিদুলি কোলিয়ারির এজেন্টের অফিসে স্মারকলিপি জমা দেন ।।