এইদিন ওয়েবডেস্ক,বারাণসী,১৬ মে : উত্তরপ্রদেশের বারাণসী জেলার জ্ঞানবাপী মসজিদে আদালত কমিশনের ভিডিওগ্রাফিক জরিপের দ্বিতীয় দিনে মিললো প্রাচীন কূপ ও একটি কৃত্রিম পুকুর । কূপটি আবর্জনা দিয়ে ভরাট করে দেওয়া হলেন পুকুরটিতে জল আছে । তাতে রঙবেরঙের মাছ ছাড়া হয়েছে । মুসল্লিরা ওই পুকুরের জলে ওজু করেন । ইতিপূর্বে মসজিদের বাইরের দেওয়ালে স্বস্তিক চিহ্ন,নন্দী(ভগবান শিবের অনুচর),পদ্ম ফুল প্রভৃতি হিন্দু ধর্মের একাধিক প্রতীকের নিদর্শন মিলেছিল বলে শোনা গিয়েছিল । রবিবারের সমীক্ষাতেও মসজিদের ভিতরের দেওয়ালে স্বস্তিকা চিহ্ন, প্রদীপের মতো মূর্তি দেখা গিয়েছে বলে সুত্রের খবর । পশ্চিম দিকের দেওয়ালে এই ধরনের মূর্তি খোদাই করা আছে । কিন্তু চুন ও রঙের কারণে অনেক মূর্তি নষ্ট হয়ে গেছে।
রবিবার সকাল সাড়ে ৭ টায় তিন কোর্ট কমিশনার, দু’পক্ষ ও তাদের আইনজীবীরা মসজিদ কমপ্লেক্সে আসেন । তার আগে থেকেই মসজিদের চারপাশে বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন রাখা হয়েছিল । বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয় । সকাল ৮ টা থেকে জরিপ শুরু হয় ।
জরিপ দল প্রথমে বেসমেন্টে যায় । বেসমেন্টের জঞ্জাল পরিষ্কার করার পর ভিডিওগ্রাফি করা হয় । সেখানে বেশ কিছু ভাঙাচোরা মূর্তি দেখতে পাওয়া যায় । নামাজস্থলে পাশে রয়েছে লোহা ও কাঠের তৈরি একাধিক দরজা বিশিষ্ট একটি অডিটোরিয়াম । সেখানে মোটা মোটা স্তম্ভে প্রদীপ,স্বস্তিকা প্রভৃতি হিন্দু ধর্মের প্রতীক দেখতে পাওয়া যায় । বেসমেন্টের নিচেও বেসমেন্টের থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন বাদীপক্ষ । যদিও কোর্ট কমিশনারের জরিপ দল এখনও গর্ভগৃহ পর্যন্ত পৌঁছায়নি । তাই মনে করা হচ্ছে ১৭ মে আদালতের কাছে জরিপের জন্য অতিরিক্ত সময় দাবি করতে পারে কমিশন । তবে এখনও পর্যন্ত যে সমস্ত প্রমান সামনে এসেছে তাতে উচ্ছ্বসিত বাদীপক্ষ ও তাদের আইনজীবীরা । রবিবার জরিপের সময় সুপ্রিম কোর্টের আইনজীবী হরিশঙ্কর জৈন ও তাঁর আইনজীবী পুত্র বিষ্ণুশঙ্কর জৈনকে নিয়ে এসেছিলেন জ্ঞানবাপী মসজিদে ।।
ছবি : সোশ্যাল মিডিয়া ।