এইদিন ওয়েবডেস্ক,কায়রো,১৫ জানুয়ারী : মিশরের দক্ষিণাঞ্চলের একটি শহরের কাছে প্রত্নতাত্ত্বিক খননের সময় ফারাওদের যুগের একটি প্রাচীন মমি আবিষ্কার হয়েছে । মিশরের প্রত্নতত্ত্বের সুপ্রিম কাউন্সিলের মহাসচিব মোস্তফা ওয়াজিরি শনিবার জানিয়েছেন ব্রিটিশ দলের অংশগ্রহণে মিশরীয় প্রত্নতাত্ত্বিক দল এই মমিটি আবিষ্কার করতে সফল হয়েছে ৷ তিনি আরও জানান কায়রো থেকে ৬৫০ কিলোমিটার দক্ষিণে লুক্সর শহরের নীল নদীর পশ্চিম তীরবর্তী একটি প্রাচীন স্থানে প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালানোর সময় এই রাজকীয় সমাধিটি আবিষ্কৃত হয়েছে ।
প্রসঙ্গত,মিশরের দক্ষিণে লুক্সর শহর ফারাওদের যুগের প্রচুর ধনসম্পদ উদ্ধারের জন্য বিখ্যাত ।
মোস্তাফা ওয়াজিরি বলেন,’প্রাথমিকভাবে জানা গেছে,এই সমাধিটি সম্ভবত ১৫৫০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২৯২ খ্রিস্টপূর্বাব্দের মধ্যে মিশরীয় ফারাওদের ১৮ তম রাজবংশের অন্তর্গত ।’
মিশরীয় কর্তৃপক্ষ ঘোষণা করেছে,সদ্য আবিষ্কৃত “রামসেস দ্য গ্রেট” নামে পরিচিত কাঠের এই মমিটি প্যারিসে অনুষ্ঠিত হতে চলা “র্যামস গোল্ড অফ দ্য ফারাও” প্রদর্শনীতে পাঠাবে । চলতি বছরের ৭ এপ্রিল থেকে ৬ সেপ্টেম্বর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে ।এছাড়াও, মিশরীয় কর্তৃপক্ষ চলতি মাসের শুরুতে ঘোষণা করেছিল যে তারা আমেরিকার হিউস্টন মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সে প্রদর্শিত হওয়া মিশরে একটি প্রাচীন কাঠের কফিন ফিরিয়ে আনবে । আমেরিকান কর্মকর্তারা বলেছে, কয়েক বছর আগে মমিটি মিশর থেকে আমেরিকার পাচার করা হয়েছিল ।
মিশর প্রাচীন সম্পদ আবিষ্কারের মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস হিসেবে তার পর্যটন শিল্পকে পুনরুজ্জীবিত করার চেষ্টা চালাচ্ছে । সেই লক্ষ্যে দেশের প্রাচীন স্থানগুলিতে ব্যাপক খনন কার্য চালাচ্ছে মিশর সরকার । এক্ষেত্রে তারা ব্রিটিশ প্রত্নতত্ত্ব বিভাগের সাহায্য নিচ্ছে ।।