এইদিন স্পোর্টস নিউজ,১৬ সেপ্টেম্বর : চীনে অনুষ্ঠিত ২০২৫ সালের বিশ্ব স্পিড স্কেটিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়লেন ভারতের আনন্দ ভেলকুমার ও কৃষ শর্মা । তামিলনাড়ুর স্পিড স্কেটার আনন্দকুমার এবং দিল্লির কৃষ শর্মা যথাক্রমে সিনিয়র এবং জুনিয়র পুরুষ বিভাগে ১০০০ মিটার দৌড়ে স্বর্ণ পদক জিতেছেন । আন্তর্জাতিক মঞ্চে স্পিড স্কেটিংয়ে এই প্রথম ভারত বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করল । এই অবিশ্বাস্য অর্জন ভারতীয় স্কেটিংয়ের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে এবং দেশের প্রতিটি উচ্চাকাঙ্ক্ষী ক্রীড়াবিদকে অনুপ্রাণিত করবে আনন্দ ভেলকুমার ও কৃষ শর্মার এই সাফল্য৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুভেচ্ছা জানিয়ে এক্স-এ লিখেছেন, ‘২০২৫ সালের স্পিড স্কেটিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে সিনিয়র পুরুষদের ১০০০ মিটার স্প্রিন্টে সোনা জেতার জন্য আনন্দকুমার ভেলকুমারের জন্য গর্বিত। তার দৃঢ়তা, গতি এবং মনোবল তাকে স্কেটিংয়ে ভারতের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন করে তুলেছে। তার কৃতিত্ব অসংখ্য তরুণদের অনুপ্রাণিত করবে। তাকে অভিনন্দন এবং ভবিষ্যতের সকল প্রচেষ্টার জন্য শুভকামনা।’।