এইদিন ওয়েবডেস্ক,চট্টগ্রাম,০৩ মার্চ : ইসলামি জঙ্গি গোষ্ঠীগুলির হাতে দেশের শাসন ক্ষমতা চলে আসার পর থেকেই চুড়ান্ত নৈরাজ্য চলছে বাংলাদেশে । আর সবচেয়ে বেশি নিরাপত্তা হীনতায় ভুগছে সেদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষ ও বিভিন্ন বয়সের নারীরা । নরপশুদের লালসার হাত থেকে রেহাই পাচ্ছে না শিশুকন্যা থেকে বৃদ্ধা পর্যন্ত । প্রতিদিন বাংলাদেশের কোনো না কোনো জেলা থেকে ধর্ষণ বা গনধর্ষণের পর খুনের ঘটনা সামনে আসছে ।
এমনই নৃশংস বর্বরোচিত ঘটনার শিকার হল বছর পঁচিশের এক অজ্ঞাত তরুনী । এবারে ঘটনাস্থল বাংলাদেশের চট্টগ্রামের আনোয়ারা থানার দক্ষিণ শোলকাটা এলাকা । স্থানীয় লাবিবা ক্লাবের পাশেই পড়ে ছিল ওই তরুনীর নগ্ন রক্তাক্ত দেহ । দেহের পাশে ছিল তার শালোয়ার কামিজ । পুলিশ এসে সেই পোশাক দিয়েই তরুনীর দেহ ঢেকে দেয় । প্রাথমিকভাবে অনুমান যে বেশ কয়েকজন নরপশু মিলে ওই তরুনীর উপর পাশবিক নির্যাতন চালিয়ে খুন করেছে । এই ঘটনায় লাবিবা ক্লাবের সদস্যদের দিকেই সন্দেহের আঙুল তুলেছেন স্থানীয় বাসিন্দারা । তবে তারা ভয়ে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি । মৃতার পরিচয় এখনো জানা যায়নি । পুলিশ তার পরিচয় জানার চেষ্টা করছে ।।
An unidentified young woman was gang-raped and murdered in Chittagong, police recovered her naked body and shalwar kameez next to a club