প্রদীপ চট্টোপাধ্যায,বর্ধমান,০৪ জুলাই : ’বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালিঘাটের বাড়িতে নিরাপত্তার বড়সড় গাফিলতি ছিল।সেই জন্যই তাঁর বাড়িতে অজ্ঞাত পরিচয় ব্যক্তি ঢুকে যেতে পেরেছে বলে দাবী করলেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী । সোমবার পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ ব্লকের জামালপুরের বুড়োরাজ মন্দিরে পুজো দিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় মন্ত্রী পঙ্কজ চৌধুরী আরও দাবী করেন,“এই বাংলার যেখানে ইচ্ছা যে কেউ ঢুকে যেতে পারে“।কেন্দ্রীর মন্ত্রীর বক্তব্যের যদি তীব্র বিরোধীতা করেছেন রাজ্যের শাসক দলের নেতৃত্ব ।
আবাস যোজনা সহ ১০০ দিনের কাজ ও বিভিন্ন উন্নয়ন মূলক কাজের অর্থ প্রদানের ক্ষেত্রে বাংলাকে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা এই অভিযোগ মানতে চাননি কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী। এই প্রসঙ্গে তিনি বলেন ,প্রধানমন্ত্রী নরেদ্র মোদিজী সারা দেশে জনকল্যাণ মূলক কাজ লাগু করেছেন । কিন্ত ঘর,সৌচালয় ও কিষান সন্মাননিধির সুবিধা যত সংখ্যায় দেবার কথা ছিল সেই ব্যাপারে বাংলার সরকার কিছুই করতে চাইছে না । আমরা তো দিতে চাইছি । সারা দেশেই তো দিচ্ছি । তথ্য বলছে,বর্ধমান লোকসভাতে এখনও পর্যন্ত মাত্র ১৭ শো ’প্রধানমন্ত্রী আবাস যোজনার ’ ঘর তৈরি হয়েছে।এই প্রসঙ্গে ব্যাক্ষ্যা দিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন ,“আমিও উত্তর প্রদেশের একটি লোকসভা আসনের নির্বাচিত সদস্য । উত্তর প্রদেশের একএক জেলায় ইতিমধ্যেই ৩০-৩৫ হাজার ’প্রধানমন্ত্রী আবাস যোজনার’ ঘর তৈরি হয়ে গেছে।কেন্দ্রের সরকার সব রাজ্যকেই সবকিছু সমান হারে সব দিচ্ছে।বাংলার সরকার কেন্দ্রের সরকারকে যে অপবাদ দিচ্ছে তা সঠিক নয় বলেও কেন্দ্রীর প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এদিন দাবী করেন ।
১০০ দিনের কাজের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না রাজ্য সরকারের আনা অভিযোগও এদিন অগ্রাহ্য করেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী । এই প্রসঙ্গে তিনি বলেন ,৬০-৪০ রেশিওতে কাঁচা ও পাকা কাজ হয়। যতটা কাজ করবে ততটাই টাকা রাজ্য পাবে। কাজ শেষ করে যথাযথ রিপোর্ট যথা সময়ে পাঠালেই টাকা পেয়ে যাবে ।কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এদিন স্পষ্ট জানিয়ে দেন,“বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য কেন্দ্রের সরকার এই রাজ্যকে টাকা পাঠাচ্ছে। কিন্তু এই রাজ্য সেগুলিকে ’ইমপ্লিমেন্ট’ করছে না বলেই সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছে“।নূপুর শর্মা ইস্যুতে সাংবাদিকদের করা প্রশ্নের কোন উত্তর যদিও এদিন দিতে অস্বীকার করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ।
পূর্বস্থলী বুড়োরাজ মন্দিরে পুজো দিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী এদিন স্থানীয় নিমদহ পঞ্চায়েতের চাঁদপাড়া এলাকায় মৃত বিজেপি কর্মী শুকদেব প্রামানিকের বাড়িতেও যান । মৃত কর্মীর পরিবারের সাথে দেখা করে তাদের পাশে থাকার আশ্বাস দেন মন্ত্রী । জানা গিয়েছে,বছর দেড়েক আগে বিজেপির একনিষ্ঠ কর্মী শুকদেব প্রামানিক বিজেপির একটি মিছিলে গিয়েছিলেন।তার পর থেকে তিনি আর বাড়ি ফেরেনি। পরদিন সকালে এলাকার একটি পুকুর থেকে ওই বিজেপি কর্মীর মৃতদেহ উদ্ধার হয়।শুকদেবকে খুন করা হয়েছে বলে অভিযোগ তোলে তাঁর পরিবার।তা নিয়ে রাজনৈতিক উত্তাপও ছড়ায় । পুলিশের কাছেও অভিযোগ জানান মৃতর পরিবার । শুকদেব প্রামাণিকের বাবা সুনীল প্রামানিক এদিন বলেন ,“আমাার ছেলেকে খুনের ঘটনায় যাঁরা দোষী তাদের যাতে উপযুক্ত শাস্তি হয় সেই দাবি তিনি কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানিয়েছেন।মন্ত্রী বষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে তাঁদের জানিয়ে গিয়েছেন ।
তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপত্র দেবু টুডু বলেন ,২০২১সালের বিধান সভা ভোটে বাংলা জয়ের স্বপ্ন দেখেছিল বিজেপি । মোদি,অমিত শাহ ও নাড্ডাজী ’ডেইলি প্যাসেঞ্জারি’ করলেও বিজেপি বাংলা জয় করতে পারেনি । বাংলার মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে। তার বদলা নিতেই কেন্দ্রের বিজেপি সরকার পরিকল্পনা করে বাংলাকে আর্থিক ভাবে এখন বঞ্চিত করছে ।আর সেটা আড়াল করতেই কেন্দ্রের অর্থ প্রতিমন্ত্রী নানা অযৌতিক কথা বলছেন ।বাংলার মুখ্যমন্ত্রীর নিরাপত্তার বিষয়টি বাংলার সরকার ও প্রশাসন গুরুত্ত সহকারেই দেখছে বলে দেবু টুডু দাবী করেছেন ।।