এইদিন ওয়েবডেস্ক,জেরুজালেম,০৬ মে : বৃহস্পতিবার ছিল ইসরায়েলের স্বাধীনতা দিবস । রাতে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস উদযাপন করছিল ইসরায়েলীরা । আর এই আনন্দের দিনে নৃসংস এক ঘটনার স্বাক্ষী থাকলো তেল আভিবের কাছে অতি প্রাচীন শহর বলে পরিচিত ইলাদ (Elad) শহরের বাসিন্দারা । উৎসব মুখর শহরে ছুরি দিয়ে ৩ জনের গলার নলি কেটে ও কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করল অজ্ঞাত পরিচয় আততায়ীরা । ছুরিকাঘাতে আহত আরও ৪ জন । হামলার পর আততায়ীরা একটি গাড়িতে করে পালিয়ে যায় ।
পুলিশের অনুমান,এই হামলার পিছনে ফিলিস্তিনি জঙ্গিদের হাত রয়েছে । হামলাকারীর সন্ধানে এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে পুলিশ । হেলিকপ্টারে চলছে তল্লাশি অভিযান । এলাকার বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে । এছাড়া সন্দেহজনক কিছু নজরে পড়লেই দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হয়েছে । পাশাপাশি ঘটনাস্থলটি ব্যারিকেড করে রেখেছে পুলিশ ।
সাম্প্রতিক কালে ইসরায়েলি শহরগুলির মধ্যে ঘটে যাওয়া হামলাগুলির মধ্যে এটিই সবচেয়ে বড় হামলা বলে মনে করা হচ্ছে । এদিকে এই হামলার প্রশংসা করেছে ফিলিস্তিনি জঙ্গি গোষ্ঠী হামাস । এই হামলাকে আল-আকসা মসজিদে সাম্প্রতিক কালে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে জুড়ে দিয়ে হামাসের মুখপাত্র হাজেম কাসেম বলেছেন, ‘তেল আবিবে বীরত্বপূর্ণ অপারেশন হল প্রতিরোধের সতর্কবার্তার একটি বাস্তব চিত্র ।’
প্রসঙ্গত,জেরুজালেমে পাহাড়ের উপরে নির্মিত আল-আকসা মসজিদ ইহুদি ও মুসলিম উভয়ের কাছে অত্যন্ত পবিত্র স্থান বলে চিহ্নিত । আল আকসা মসজিদ প্রাঙ্গণটি ইসলামের তৃতীয় পবিত্র স্থান বলে মনে করা হয় । ইহুদিরা এটিকে টেম্পল মাউন্ট বলে । আর এই ধর্মস্থানকে কেন্দ্র করে প্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছে । তাই জায়গাটিকে অত্যন্ত স্পর্শকাতর বলে মনে করা হয় । সাম্প্রতিক সপ্তাহগুলিতে ফিলিস্তিনি ও ইসরায়েলি পুলিশ বারবার সেখানে সংঘর্ষে লিপ্ত হয়েছে। বৃহস্পতিবারেও উত্তেজনা ছিল এলাকায় ।।