এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২৫ আগস্ট : বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের নামে অনলাইন প্রতারণা চক্রের পাতা ফাঁদে পা দিয়ে ৭৫ হাজার টাকা খোয়ালেন এক প্রৌঢ়া । বৃহস্পতিবার এনিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন আলো ভট্টাচার্য নামে ওই মহিলা । অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
জানা গেছে,আলো ভট্টাচার্যের বাড়ি দুর্গাপুর সিটি সেন্টারে । কাটোয়ার খ্যাপাকালীতলায় তাঁর মেয়ে মাম্পি বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ৷ আলোদেবীর জামাই শ্রীধর বন্দ্যোপাধ্যায় কাটোয়া আদালতের আইনজীবী । মাসদুয়েক আগে মেয়ের বাড়িতে এসেছেন তিনি । তারপর থেকে তিনি কাটোয়াতে মেয়ের বাড়িতেই রয়েছেন ।
আলোদেবী বলেন, ‘এদিন সকাল ১১ টা নাগাদ আমার মোবাইলে একটি মেসেজ আসে । বলা হয় আমার বাড়ির বিদ্যুতের বিল বকেয়া আছে । আজকের মধ্যে বিল না মেটালে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে । মেসেজে একটা মোবাইল নম্বর ছিল । বলা হয় ওটা বিদ্যুৎ দপ্তরের নম্বর । বিল দিতে ইচ্ছুক হলে ওই নম্বরে যোগাযোগ করতে বলা হয় । মেসেজে বিশ্বাস করে ওই নম্বরে আমি ফোন করি । তারপর কায়দা করে আমার কাছ থেকে তথ্য জেনে নিয়ে ব্যাঙ্ক থেকে ৭৫ হাজার টাকা তুলে নেয় প্রতারকরা ।’
জানা গেছে,মেসেজে দেওয়া নম্বরে আলোদেবী ফোন করলে তাঁকে প্লে স্টোর থেকে টিম ভিউয়্যার অ্যাপ ডাউনলোড করতে বলা হয় । তাঁকে একটি নির্দিষ্ট অ্যাকাউন্টে ১০ টাকা জমা করতে বলা হয় । আলোদেবী টাকা জমা করতেই টিম ভিউয়্যার অ্যাপের মাধ্যমে পাশওয়ার্ড হাতিয়ে নেয় প্রতারক । তারপর প্রতারকের দল কায়দা করে এটিএম কার্ডের নম্বর জেনে নিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফাঁকা করে দেয় ।
প্রসঙ্গত,বকেয়া বিদ্যুতের বিল পরিশোধের নামে অনলাইন প্রতারণা চক্রের বিষয়ে বিদ্যুৎ দপ্তর থেকে গ্রাহকদের বারবার সতর্ক করা হচ্ছে । এনিয়ে ‘এইদিন’ পোর্টালেও সচেতনতামূলক প্রতিবেদন প্রকাশিত হয়েছিল । কিন্তু এত প্রচার সত্ত্বেও মানুষ অনলাইন প্রতারণা চক্রের পাতা ফাঁদে বারবার পা দিচ্ছেন ।।