প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৮ অক্টোবর : চিকিৎসা করাতে হাসপাতালে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে এক মুহুর্তে জীবন্ত রোগী বনে গেলেন মৃতা । এমনই এক ঘটনায় শনিবার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। পুলিশ জানিয়েছে, মৃতার নাম ডলা সরকার (৬৩)। তাঁর বাড়ি বর্ধমান শহরের বড় নীলপুরের শান্তিপাড়া এলাকায়।অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে পুলিশ রোগীর মৃত্যুর ঘটনার ততদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য এদিনই মহিলার মৃতদেহ হাসপাতালের পুলিশ মর্গে পাঠানো হয় ।
মৃতার মেয়ে দীপাঞ্জনা সরকার জানিয়েছেন, তাঁর মায়ের হার্টের সমস্যা ছিল। তাই বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের সুপার স্পেশালিটি উইং
’অনাময়’ হাসপাতালে তাঁর মায়ের চিকিৎসা করানো হতো। কিন্তু গত দু’দিন ধরে মায়ের বুকে ব্যাথা বাড়ে। তাই এদিন সকালে তিনি তাঁর মাকে নিয়ে ’অনাময়’ সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান।সেখানকার চিকিৎসকেরা তাঁর মাকে চেস্টের ডাক্তারের কাছে রেফার করেন। সেই মত তিনি বেলা এগারোটা নাগাদ তাঁর মাকে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে পৌছান ।
দীপাঞ্জনা জানান,বর্ধমান হাসপাতালের আউটডোরে র্যাম্পের পাশে বসতে গিয়ে তাঁর মা উপর থেকে সটান নিচে পড়ে যান। দ্রুত মাকে উদ্ধার করে অ্যাম্বুলেন্স করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। কিন্তু শেষ রক্ষা হয়নি । জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক আমার মা কে মৃত বলে ঘোষণা করেন ।’।