এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৯ নভেম্বর : বাড়ির ঠাকুরঘরে পূজো করার সময় প্রদীপ থেকে পোশাকে আগুন ধরে দগ্ধ হয়ে মৃত্যু হল এক বৃদ্ধার । উত্তর কলকাতার সিঁথি থানা এলাকার সাউথ সিঁথি রোড এলাকার ঘটনা । বৃদ্ধার চিত্কার শুনে ছেলে ও বউমা ছুটে এসে আগুন নেভায় । তারপর তাকে দ্রুত স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছিল । সেখান থেকে স্থানান্তরিত করা হয় আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা হয়নি । মৃতার নাম কবিতা কাঁড়ার (৭৫)। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার ।
জানা গেছে,কবিতা কাঁড়ার স্বামী মাস কয়েক আগেই মারা গেছেন । ছেলে-পুত্রবধূর কাছে থাকতেন তিনি । সাউথ সিঁথি রোডে দু’তলা বাড়ি রয়েছে বৃদ্ধাদের । উপর তলায় থাকে ছেলে ও তার পরিবার । নিচের তলায় থাকতেন বৃদ্ধা । নিচের তলাতেই রয়েছে ঠাকুরঘর । রবিবার সকালে ঠাকুর ঘরে পূজো করছিলেন কবিতাদেবী । ঠাকুরের সামনে প্রদীপ জ্বালিয়েছিলেন । কিন্তু প্রদীপের আগুনের শিখা থেকে তার পরনের নাইটিতে আগুন ধরে যায় । নিমেষের মধ্যে গোটা শরীরে আগুন ছড়িয়ে পড়ে । পরে চিৎকার শুনে ছেলে বউমা ছুটে আসার আগেই বৃদ্ধার শরীরের ৮০ শতাংশ পুড়ে যায় বলে জানা গেছে ।।