এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৫ মার্চ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ফেসবুকে নিজের পেজে ২ মিনিট ১৩ সেকেন্ডের একটা ভিডিও পোস্ট করেছেন । ঘটনাটির ভিডিও একটা ট্রেনের কামরার মধ্যে করা রেকর্ড করা হয়েছে । ভিডিওতে ট্রেনের সিটে বসে থাকা এক বৃদ্ধকে মুহুর্মুহু চড় মারতে দেখা গেছে এক তরুণীকে । তরুনীকে বলতে শোনা গেছে,’আমি ওই কারনে ওকে সরে বসতে বলেছিলাম । আমি আগে থেকে ঝুলে বসেছিলাম ।’ এরপর ওই ব্যক্তিকে একের পর এক চড় কষিয়ে তরুণী বলেন,’তোরা এত কিসের স্বভাব খারাপ ? তোর মায়ের ভিডিও করগা ।’ ক্ষিপ্ত তরুণী বলেন,’এই কারণে আমাকে আমার বাবা বাইরে বের হতে দেয় না ‘। তরুণী ফের ওই বৃদ্ধকে বলেন, তোকে আমি পুলিশের কাছে পাঠাবো । আমি এখনই ১৩৯ এ ফোন করবো।’
ঘটনার বিবরণ দিয়ে শুভেন্দু অধিকারী লিখেছেন, ‘নবদ্বীপ থেকে বালুরঘাটগামী বালুরঘাট এক্সপ্রেসের একটি কামরায় চলন্ত ট্রেনের মধ্যে এক বোনের সাথে পাশে বসা একজন সহযাত্রী অভব্য আচরণ করছিলেন, শুধু তাই নয় বোনটির ভিডিও রেকর্ডিংও করছিলেন। বোনটি অত্যন্ত সাহসীকতার সাথে এই অন্যায়ের প্রতিবাদ করেন এবং বিষয়টি অন্যান্য সহযাত্রীদের সামনে নিয়ে আসেন । আমি বোনটির অদম্য সাহস এবং প্রতিবাদকে কুর্ণিশ জানাই।’ তিনি লিখেছেন,’পশ্চিমবঙ্গে রাস্তা ঘাটে প্রতিনিয়ত মাতৃশক্তিরা এই ধরনের অন্যায়ের শিকার হন। পুলিশ প্রশাসনের উদাসীনতার ফলে এই ধরণের অপরাধ প্রবণতা দিন দিন বেড়ে চলেছে । আমি মাতৃশক্তিদের সকলের কাছে আবেদন করব যে এ ধরণের অভব্য আচরণ আপনাদের সাথে ঘটলে আপনারা মানসিক শক্তি সঞ্চয় করে প্রতিবাদ করার সাহস দেখান ও দোষীদের সর্বসমক্ষে নিয়ে আসুন।’
শুভেন্দু অধিকারীর শেয়ার করা ভিডিওতে একজন সহযাত্রীকে ওই বৃদ্ধের মোবাইলের ভিডিও রেকর্ড দেখিয়ে তরুণীকে বলতে না যায়,’আধ ঘন্টা ধরে আমার ভিডিও করছে ।’ পরে তরুণীর পুরুষ সহযাত্রী ওই বৃদ্ধকে নাম, বাবার নাম ও ঠিকানা জিজ্ঞেস করেন । যদিও হট্টগোলের মধ্যে তার নাম শোনা যায়নি৷ তবে তরুণীর পুরুষ সহযাত্রী অভিযুক্ত বৃদ্ধের বয়ান নিজের মোবাইল ক্যামেরায় রেকর্ড করে রাখেন ৷ পাশাপাশি বৃদ্ধকে চুড়ান্ত অপমান করেন ওই তরুনী ।
দেখুন ভিডিও 👇
অন্য একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন,’আজ 05/03/2025 নবদ্বীপ ধাম থকে বালুরঘাটগামী 13431 নং বালুরঘাট এক্সপ্রেস ট্রেনের এক কামরায় পাশের আসনে বসে সহযাত্রী এই মুরুব্বী মেয়ের বয়সী তরুণীটির সাথে অভদ্র আচরণ করছিলেন এবং সেগুলো মোবাইলে ভিডিও করে রেখে ভেবেছিলেন পার পেয়ে যাবেন ।কিন্তু তার বরাত খারাপ । তিনি হয়তো ভাবতে পারেননি এখনও আমাদের বোনরা ভীত নয় , প্রতিবাদ করার সাহস রাখেন । দরকারে রণচন্ডী রূপ ধারণ করে অন্যায়কারীকে সমুচিত জবাব দেয়ার শক্তি ধারণ করতে পারেন। এই সাহসিনী বোনটির এমন প্রতিবাদ আমাদের সকলের মা , বোনের কাছে এক দৃষ্টান্তমূলক উদাহরণ । এই বাঘিনী বোনটিকে অসংখ্য ধন্যবাদ জানাই।’।