শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর(পূর্ব বর্ধমান),২১ ফেব্রুয়ারী : বেপরোয়া গতির ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল বাইক আরোহী এক বৃদ্ধের । বরাত জোরে প্রাণ বাঁচলো বাইক চালকের ৷ সোমবার সকাল প্রায় সাড়ে এগারোটা নাগাদ দূর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মেমারি-মালডাঙ্গা সড়ক পথে কুসমগ্রামের কাছে । পুলিশ জানিয়েছে মৃতের নাম নজরুল মল্লিক ( ৬২ ) । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার হুড়কাডাঙ্গা গ্রামে । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে । তবে চালক পলাতক ।
জানা গেছে,মন্তেশ্বর ব্লকের অন্তর্গত বামুনপাড়া অঞ্চলের অন্তর্গত হুড়কাডাঙ্গা গ্রামের বাসিন্দা কুসুমগ্রাম বিএলআরও অফিসে আমিনের কাজের পাশাপাশি মুহুরির কাজও করতেন । তবে তিনি বিএলআরও অফিসের কোনও স্থায়ী কর্মী ছিলেন না । এদিন সকালে সহকর্মী মন্তেশ্বর থানার পুটশুড়ির বাসিন্দা ঝুলন মুদির বাইকের পিছনে চেপে মন্তেশ্বরের রেজিস্ট্রি অফিস থেকে কুসুমগ্রাম বিএলআরও অফিস যাচ্ছিলেন নজরুল মল্লিক । কিন্তু মাঝ রাস্তাতেই ঘটে যায় দূর্ঘটনাটি ।
ঝুলন মুদি বলেন, ‘আমরা মেমারি-মালডাঙ্গা সড়ক পথ ধরে কুসুমগ্রামের দিকে যাওয়ার সময় একই দিকে যাচ্ছিল একটি প্রবল গতির ডাম্পার ।
কুসমগ্রামের একটি পেট্রোল পাম্পের কাছে আসতেই ডাম্পারটি আমাদের বাইকের পিছনে সজোরে ধাক্কা দেয় । আমরা দু’জনেই রাস্তার উপরে বাইকসহ ছিটকে পড়ি । আমি রাস্তার কিছুটা পাশে পড়ায় প্রাণে বেঁচে যাই । কিন্তু ডাম্পারের চাকা নজরুল কাকার শরীরে বামদিক দিক দিয়ে চলে যায় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।’
জানা গেছে,নজরুল মল্লিকের বাড়িতে রয়েছেন স্ত্রী, তিন ছেলে ও তাঁদের পরিবার । তাঁর তিন মেয়ের বিয়ে হয়ে গেছে । মর্মান্তিক এই দূর্ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।।