দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২২ নভেম্বর : লেজ টেনে গর্ত থেকে সাপ বের করতে গিয়ে ছোবলে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক আদিবাসী বৃদ্ধের । নিহতের নাম শুকল টুডু(৬১) । ভাতার থানার মুকুন্দপুর গ্রামের আদিবাসী পাড়ায় তাঁর বাড়ি । সোমবার দুপুর প্রায় সাড়ে বারোটা নাগাদ বাড়ির সামনে খামারে তাঁকে সাপে কামড়ানোর পর তড়িঘড়ি বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল । কিন্তু শেষ রক্ষা হয়নি । ওইদিন সন্ধ্যা নাগাদ চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মঙ্গলবার ময়নাতদন্তের পর গ্রামে নিয়ে এসে মৃতদেহের সৎকার করা হয় । মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার পরিজন ।
জানা গেছে,পেশায় খেতমজুর শুকল টুডুর স্ত্রী বছর পনেরো আগে মারা গেছেন । তাঁদের এক মেয়ে ও দুই ছেলে । সকলেরই বিয়ে হয়ে গেছে । দুই ছেলের কাছে থাকতেন শুকল । গ্রামবাসী আনারুল মোল্লা জানিয়েছেন,সোমবার শ্বশুরবাড়ি গিয়েছিলেন শুকলের ছোট ছেলে । ওইদিন সকালে বড় ছেলেবউ প্রতিদিনের মত কাজে বেড়িয়ে গিয়েছিলেন । শুকল কাজে যাননি,বাড়িতে একাই ছিলেন । দুপুর সাড়ে বারোটা নাগাদ তিনি বাড়ির সামনে ঘোরাঘুরি করার সময় একটি বিষধর সাপ দেখতে পান । তিনি কাছাকাছি আসতেই সাপটি একটি গর্তে ঢুকে পড়ার চেষ্টা করে । সেই সময় শুকল সাপের লেজটি ধরে ফেলেন । তিনি লেজ ধরে টেনে সাপটিকে গর্ত থেকে বের করার চেষ্টা করছিলেন । আর তখনই সাপটি আচমকা গর্ত থেকে বেড়িয়ে এসে তাঁর হাতে ছোবল বসিয়ে দেয় ।
জানা গেছে,সাপে কামড়ানোর পর বিষয়টি প্রতিবেশীদের বলেন শুকল টুডু । খবর পেয়ে শুকলের বড় ছেলেবউ বাড়ি ফিরে আসেন । তারপর তাঁরা প্রতিবেশীদের সহায়তায় শুকলকে উদ্ধার করে দ্রুত বর্ধমান হাসপাতালে নিয়ে যায় । কিন্তু সন্ধ্যা নাগাদ তাঁর মৃত্যু হয় ।।