এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৮ ডিসেম্বর : বাংলাদেশের মুসলিমদের মধ্যে ভারত এবং হিন্দু বিদ্বেষ চরমে পৌঁছে গেছে । প্রকাশ্য রাস্তায় কেউ ভারতকে যুদ্ধের হুঁশিয়ার দিচ্ছে । কেউ ভারতীয় হিন্দুদের ‘জানোয়ারের সন্তান’ ও ‘জারজ সন্তান’ বলে গালাগালি করছে । বাংলাদেশের মুসলিমদের একটা অংশের মানসিকতা এটা স্পষ্ট যে তারা ভারতের সঙ্গে যুদ্ধ চায় । কিন্তু সত্যি সত্যি যদি ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধ বাধে সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষের ভূমিকা কি হবে ? এ প্রশ্ন থেকে যায় । কারণ কয়েক হাজার কিলোমিটার দূরে হামাস- ইসরাইলের যুদ্ধে স্বাধীন ফিলিস্তিনের দাবিতে পশ্চিমবঙ্গের মুসলিমরা পথে নামলেও বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনে এযাবৎ সেভাবে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি । এছাড়া কয়েকটি ফেসবুকের মন্তব্যের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । দাবি করা হচ্ছে যে ওই সমস্ত মন্তব্যকারী মুসলিমরা ভারতীয় । যদি যদি তারা সত্যিই ভারতীয় হয় তাহলে তা দেশের জন্য খুবই উদ্বিগ্নের বিষয় । তবে তাদের নাগরিকত্ব জানা সম্ভব হয়নি এইদিনের পক্ষ থেকে।
বাংলাদেশের কট্টর ইসলামী দল বাংলাদেশ তিসরাই ইনসাফ পার্টির নেতা মিনাজের একটি বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে । বাংলাদেশের রাজধানী শহর ঢাকার রাস্তায় সন্ত্রাসীকে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে বলতে শোনা গেছে, ‘মূর্তি পাহারা দেওয়ার জন্য নয়, মূর্তি ভাঙার জন্য ।আজকে আপনারা বলছেন যে চট্টগ্রাম আমাদের চাই । কিন্তু চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন না । আপনারা যদি চট্টগ্রাম নিয়ে লাফালাফি করেন তাহলে আমরা কলকাতা, সেভেন সিস্টার্স,আগরতলা, সব কিছু নিয়ে টান দেব এবং…. পূর্ণ মানচিত্র নিয়ে নেব আমরা । বাংলাদেশের মধ্যে পূর্ণ মানচিত্র আমরা বহন করব । প্রয়োজন হলে, আল্লাহর কসম খেয়ে বলছি ভারতকে খন্ড খন্ড করে ছেড়ে দেবো৷ ভারতের মধ্যে কালেমা পতাকা উত্তোলন করে ছেড়ে দেবো । ভারত শাসন করবে মুসলমান ।’
ভারতীয় হিন্দুদের আক্রমণ করে ওই জিহাদী বলেছে, ‘আপনারা গোমূত্রের সন্তানরা..তোমরা জানোয়ারের সন্তান… তোমাদের সাথে আমরা কি লড়বো ? তোমাদের গাই (গরু) হল মাতা । তোমাদের বাবা কে তোমরা বলতে পারো না । গাই যদি তোমাদের মাতা হয় তাহলে বাবার স্বীকৃতি পেতে হয় ষাড়কে । আর যদি ষাড় তোমাদের বাবা না হয় তাহলে তোমরা পিতৃ বিচ্ছিন্ন, তোমাদের পিতৃ পরিচয় নাই, তোমরা জারজ সন্তান । বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এসো না। বাংলাদেশের মুসলমানের সাথে লড়তে এলে তোমরা বর্ডারেই শেষ হয়ে যাবে । সীমান্ত এলাকায় যে সমস্ত গ্রামের মায়েরা আছে তাদের হাতেই তো তোমরা শেষ হয়ে যাবে । বাংলাদেশের সাথে কোন পাঁয়তারা করতে এসোনা । তোমরা এক কোপে পাঠা বলি দাও আর আমরা জবাই করে দেব । বাংলাদেশের সাথে লড়তে এসোনা । বাংলাদেশের সাথে লড়লে পরিনাম ভালো হবে না । বাংলাদেশের মানুষের সাথে তোমরা শান্তিপূর্ণভাবে বসবাস করছো কর, কেউ তোমাদের গায়ে আঘাত দেবে না ।’ সবশেষে ওই সন্ত্রাসী নিজের দেশের হিন্দুদের উদ্দেশ্যে বলেছে,’বাঙ্গালী হও, সনাতন ধর্মী হয়ো না । বাঙালি হয়ে থাকো বাংলাদেশের মধ্যে ।’
তবে ইসলামিক জঙ্গি সংগঠনগুলিই নয়, বাংলাদেশের মুসলিমদের সর্বস্তরের মানুষ কার্যত জঙ্গির ভূমিকা পালন করছে এখন । একজন বছর ৬৫ এর বৃদ্ধ বলছে,’সামরিক বাহিনী, ছাত্র-জনতা আমরা একত্রিত আছি । আমাদের র্যাবের পাঁচ হাজার সদস্যের মধ্যে অর্ধেক নবীন । তার সাথে যদি আরও ৩০ লাখ ছাত্র-জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকাও আমাদের কাছে টিকবে না… ইনশাল্লাহ ।’
সমবয়স্ক আর এক বৃদ্ধ উচ্চস্বরে বলেছে,’আমি মেজর শরীফ৷ আমি ভারতকে বলে দিচ্ছি যে ট্রেনিং আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমাদের সাথে শুধু ২ লক্ষ সৈনিক নয়, আমাদের সাথে ১৮ কোটি জনগণ আছে। আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি । আমাদের দেশ যদি সাহস করে ভারতের সঙ্গে যুদ্ধ করে তাহলে চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ।’
আর এক অবসরপ্রাপ্ত সেনা কর্মীর বক্তব্যের ভিডিও বাংলাদেশের একটি সংবাদমাধ্যমে শেয়ার করা হয়েছে । সেই ভিডিওতে ওই জঙ্গি সেনা কর্মীকে বলতে শোনা গেছে, ‘মোদীজি, অমিতজি এবং রাজনাথ সিংজি আপনারা ৭২ সালে বাংলাদেশে যে সেনাবাহিনী দেখেছেন এখন তা নাই । আমরা এখন যুদ্ধোপযোগী এবং যেকোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত । আপনারা আর আস্ফালন তুলবেন না । ইস্টার্ন সেক্টর, ইস্টার্ন কমান্ডের ভয় আমাদের আর দেখাবেন না । শুধু আমরা সশস্ত্র বাহিনী নই,১৭ কোটি জনতা আছে আমাদের সাথে । আপনাদেরকে সীমান্তেই এই রুখে দেবে ।’
প্রসঙ্গত, বাংলাদেশের নতুন তদারকি সরকারের নেতৃত্বে সে দেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অবর্ণনীয় নির্যাতন চলছে । সরকারের মুখ্য প্রচেষ্টা মোহাম্মদ ইউনূস কার্যত হাত গুটিয়ে বসে আছে । এ নিয়ে গোটা ভারত জুড়ে হিন্দু সম্প্রদায়ের মানুষ প্রতিবাদে পথে নেমেছে । কিন্তু ভারত ও বিশেষ করে পশ্চিমবঙ্গের মুসলিম সম্প্রদায়ের মানুষকে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতনের বিষয় সেভাবে সরব হতে দেখা যাচ্ছেনা । তাই প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি যদি বাংলাদেশ ভারতের যুদ্ধ হয় সে ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুসলিমদের অবস্থান কি হবে ? এমতাবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন কিছু মন্তব্য সামনে এসেছে যাতে যথেষ্ট উদ্বেগের কারণ রয়েছে । একজন এক্স ব্যবহারকারী (@nepolionking72) ওই স্ক্রিনশট এবং একজন মৌলবীর উত্তেজক বক্তব্যের ভিডিও শেয়ার করেছে৷ স্ক্রীন শর্ট-এ CommentsItz_alamgir_gamer_ নামে একজন মন্তব্য করেছে,’আমি ভারতের হয়ে তোমাদের সাথে আছি। কারণ আমি মুসলিম Allah Hu Akbar.’
medhi_edti_007 মন্তব্য হল,’আমি ভারতের মুসলিম ভাইজান ইনশাল্লাহ আপনের কথা টা সত্যি হবে ।’
racer_dilwar_002 এর প্রতিক্রিয়া,’আপনারা আসা লাগবে না আমরা ভারতের মুসলিম রাও এক din পুরা…।’ যদিও এগুলোই পশ্চিমবঙ্গের মুসলিমদের উস্কানি দেওয়ার জন্য বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করা হচ্ছে কিনা তা জানা যায়নি । ওই সমস্ত মন্তব্যকারীরা কোন দেশের নাগরিক সেটা এইদিনের পক্ষে জানা সম্ভব হয়নি ।।