এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০২ ডিসেম্বর : আজ মঙ্গলবার তুরস্কের উপকূলে রাশিয়া থেকে জর্জিয়াগামী তেলবাহী জাহাজে হামলা হয়েছে । ‘মিডভোলগা ২’ নামে ওই তেলবাহী জাহাজটি রাশিয়া থেকে জর্জিয়া যাচ্ছিল । তুরস্কের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনাটি ঘটেছে তুরস্কের উপকূল থেকে ১৩০ কিলোমিটার দূরে৷ তবে কিভাবে হামলা ও ক্ষয়ক্ষতির বিষয়টি স্পষ্ট করা হয়নি । তবে অনুমান করা হচ্ছে যে আমেরিকা এই হামলা চালিয়েছে । যদিও রুশ কর্তৃপক্ষের তরফে এনিয়ে বিবৃতি সামনে আসেনি।
প্রসঙ্গত,কৃষ্ণ সাগরে রাশিয়া বা রাশিয়া-সংযুক্ত রুটে হামলার ঘটনা সাম্প্রতিক মাসগুলিতে আরও ঘন ঘন ঘটেছে। তুরস্ক তার পর্যবেক্ষণ প্রচেষ্টা বৃদ্ধি করছে, অন্যদিকে বীমাকারীরা ইতিমধ্যেই এই করিডোর দিয়ে চলাচলকারী যে কোনও জাহাজের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করছে।
এদিকে আমেরিকার চাপে নভেম্বরে রাশিয়ান ইউরাল তেলের আমদানি অক্টোবরের তুলনায় এক-তৃতীয়াংশ কমিয়েছে তুরস্ক৷ প্রতিদিন চালান ৩,০০,০০০ থেকে কমে ২০০,০০০ ব্যারেলে দাঁড়িয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে, ভারত ও চীনের পরে তুরস্ক রাশিয়ার তৃতীয় বৃহত্তম তেল ক্রেতা হয়ে উঠেছে — এবং এই তীব্র পতন ক্রেমলিনের সরবরাহ ব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মন্তব্য করেছে ইউরোপিয়ান মিডিয়া নেক্সটা । প্রতিবেদনে বলা হয়েছে,একদিকে রুশ তেলবাহী জাহাজে হামলা,পাশাপাশি অন্যদিকে রুশ তেলের ক্রেতা দেশগুলিকে চাপ দিয়ে তেল কেনা বন্ধ করতে সক্ষম হলেই মস্কোকে ইউক্রেন যুদ্ধের অবসানের দিকে নিয়ে যেতে বাধ্য করবে ।।

