এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লী,১৫ জুলাই : ‘প্রেগন্যান্সি বাইবেল’ লিখে বিপাকে পড়েছেন করিনা কাপুর খান । বইটির নাম নিয়ে আপত্তি প্রকাশ করে মহারাষ্ট্রের বিড শহরের শিবাজি নগর থানায় করিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আলফা ওমেগা খ্রিস্টান মহাসঙ্ঘের সভাপতি আশীষ শিন্ডে । অভিযোগে উল্লেখ রয়েছে অন্য লেখকদেরও নাম । করিনা কাপুর খান ও অদিতি শাহ ভীমজানি দ্বারা লিখিত ও juggernaut books দ্বারা প্রকাশিত বই ‘প্রেগন্যান্সি বাইবেল’- এর নাম উল্লেখ করে ‘বাইবেল’ শব্দ প্রয়োগে আপত্তি জানিয়েছেন অভিযোগকারী ব্যক্তি ।
শিন্ডে জানিয়েছেন, এর ফলে খ্রিস্টানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে । করিনাসহ বাকিদের বিরুদ্ধে যাতে ভারতীয় দণ্ডবিধি (আইপিসি)র ধারা ২৯৫-(এ)এর অধীনে মামলা দায়ের করা হয় তার জন্য পুলিশের কাছে আবেদন রেখেছেন ক্রিশ্চিয়ান মহাসঙ্ঘের সভাপতি । যদিও শিবাজি নগর থানার ইনচার্জ সাইনাথ থোম্ব্রে জানিয়েছেন,তিনি অভিযোগ পেয়েছেন । তবে যেহেতু ঘটনাটি বিড শহর এলাকায় ঘটেনি তাই তিনি অভিযোগকারী ব্যক্তিকে মুম্বাইয়ে গিয়ে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন ।
গত ৯ জুলাই প্রকাশিত হয় করিনা কাপুর খানের ‘প্রেগন্যান্সি বাইবেল’ বইটি । ফেব্রুয়ারী মাসে দ্বিতীয় সন্তানের জন্ম দেওয়া করিনা এই বইটিতে তাঁর তৃতীয় সন্তান হিসাবে বর্ণনা করেছেন । বইটিতে নিজের অন্তঃসত্ত্বাকালীন সফরের কাহিনি তুলে ধরেছেন করিনা । তাঁর আশা ছিল নতুন মায়েদের জন্য খুবই কার্যকারী হবে এই বইটি । কিন্তু বই প্রকাশের কয়েক দিনের মধ্যেই তাঁকে হতাশ হতে হল । বইটির নাম নিয়ে আপত্তি তুলে গত বুধবার ১৪ জুলাই থানায় অভিযোগ দায়ের করল খ্রিস্টান মহাসঙ্ঘ । ফলে বিপাকে পড়েছেন বলিউডের অভিনেত্রী তথা সইফ আলি খানের অর্দ্ধাঙ্গিনী করিনা কাপুর খান ।।