এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০৭ জুলাই : দুই আফগান ব্যক্তির মৃত্যুদণ্ডের সাজা শোনালো ইরানের আদালত । ইরানের ফার্সের প্রধান বিচারপতি বলেছেন যে শাহচেরাঘ হামলার প্রধান দুই অভিযুক্ত মোহাম্মদ রমেজ রশিদি এবং সৈয়দ নাঈম হাশেম কাতালির মৃত্যুদণ্ড হবে এবং শীঘ্রই মৃত্যুদন্ড কার্যকর করা হবে । ইরানের ফারসের প্রধান বিচারপতি সৈয়দ কাজেম মুসাভির উদ্ধৃতি দিয়ে ইরানের মিডিয়া বৃহস্পতিবার এই বিষয়টি জানিয়েছে ।
প্রতিবেদন অনুযায়ী,শাহচেরাঘ হামলার পরিকল্পনা এবং মূল সন্ত্রাসীকে সমর্থন করার জন্য সরাসরি ভূমিকা পালন করেছিল তাদের মধ্যে দুজনের মৃত্যুদণ্ড শীঘ্রই ইরানের সুপ্রিম কোর্টে কার্যকর করা হবে । এদিকে ইরানের একটি মানবাধিকার সংস্থার জানায়, যে দুই আফগান নাগরিককে চলতি বছরের পয়লা জুন প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তাদের জোরপূর্বক স্বীকারোক্তির ভিত্তিতে সাজা দেওয়া হয়েছে । ওই দু’জন আফগান নাগরিককেও শহরের ৯ নম্বর স্ট্রিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন ইরানের ফারসের প্রধান বিচারপতি।
উল্লেখ্য, গত বছর ইরানের শিরাজ শহরের শাহচেরাঘের মাজারে কালাশনিকভ নিয়ে সশস্ত্র হামলাকারী ঢুকে ৩০ জনেরও বেশি মানুষকে গুলি করে হত্যা করে । আইএসআইএস এই হামলার দায় স্বীকার করেছে । ইরানি কর্তৃপক্ষ ওই হামলার প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে । ইরানি নিরাপত্তা বাহিনীর গুলিতে এক হামলাকারী আহত হয় এবং পরে সে হাসপাতালে মারা যান ।।