এইদিন ওয়েবডেস্ক,তেহেরান,০২ এপ্রিল : “ইসলামের নবীকে অপমান করার” অভিযোগে ৬৪ বছর বয়সী রাজনৈতিক বন্দী শাহরিয়ার বায়াতের (Shahriar Bayat) মৃত্যুদণ্ডের সাজা শোনাল তেহরানের ফৌজদারি আদালত । এইচআরএএনএ মানবাধিকার নিউজ এজেন্সি অনুসারে, বায়াতের পরিবার জানিয়েছে যে ২৪ মার্চ তাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে তেহরান ফৌজদারি আদালতের ১৩ শাখা । তারপর থেকে তিনি এভিন কারাগারে রয়েছেন । বায়াতের স্ত্রী নাহিদ বর্তমানে খারাপ স্বাস্থ্যের কারণে তার স্বামীর আইনি প্রক্রিয়া সম্পর্কে খোঁজ খবর নিতে পারছেন না।
বায়াত ফৌজদারি এবং বিপ্লবী উভয় আদালতে মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে। ফৌজদারি আদালত তাকে “সোশ্যাল মিডিয়ায় ছবি ও পোস্ট প্রকাশের মাধ্যমে ইসলামের নবী, শিয়া ইমামদের এবং অন্যান্য ইসলামিক রীতিনীতির অবমাননার জন্য দোষী সাব্যস্ত করেছে। শাহরিয়ার বায়াতের আইনি অগ্নিপরীক্ষা শুরু হয়েছিল ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর থেকে । যখন তাকে দেশব্যাপী বিক্ষোভের সময় তার বাসভবন থেকে নিরাপত্তা বাহিনী গ্রেপ্তার করেছিল ।।