দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০২ আগস্ট : ‘অমৃত ভারত প্রকল্প’-এর আওতায় পূর্ব বর্ধমান জেলার কাটোয়া রেলস্টেশনকে আধুনিক মানের করে গড়ে তোলার উদ্যোগ নিল রেল দফতর । আজ বুধবার কাটোয়া স্টেশনে পরিদর্শনে এসে একথা জানালেন হাওড়া ডিভিশনের ডিআরএম সঞ্জীব কুমার । তিনি জানান,কাটোয়া রেলস্টেশনের পরিকাঠামো উন্নয়নের জন্য ৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে । প্ল্যাটফর্ম এবং পুরানো ভবনগুলির সংস্কারের পাশাপাশি যাত্রীদের জন্য সমস্ত রকম সুবিধার দিকে নজর দেওয়া হবে । আগামী ৬ আগস্ট মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে জানিয়েছেন তিনি ।
উল্লেখ্য,ইতিমধ্যেই কাটোয়া রেলস্টেশনে এসকালেটর বসানো হয়েছে । ফুট ওভারব্রীজ সংস্কার করা হয়েছে । পার্কিং প্লেস নির্মাণের কাজ হয়ে গেছে । পুরানো করগেটের শেড খুলে কংক্রীটের ছাদ নির্মান হয়েছে । সৌন্দর্য্যায়নের একাধিক কাজ হয়েছে । তার পাশাপাশি এবার ৩ টি লিফটও বসানো হবে এবং ছোট রেলের কামরাগুলিকে রেষ্টুরেন্ট হিসাবে গড়ে তোলা বলে এদিন জানান ডিআরএম ।
রেলদপ্তর সূত্রে খবর,যাত্রীদের সুবিধার্থে কাটোয়া রেলস্টেশনের প্রতিক্ষালয়গুলি উন্নত পরিষেবার ব্যবস্থা রাখা হবে ৷ রেলস্টেশনে যাওয়া রাস্তাগুলিকে চওড়া করার পাশাপাশি পুরানো স্টেশনগুলির প্ল্যাটফর্ম আরও উঁচু করা হবে । থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও । এছাড়া যাত্রীরা যাতে ট্রেন থেকে দু’দিকেই নামতে পারেন তার কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ।
প্রসঙ্গত,কাটোয়া রেলস্টেশন বহু প্রাচীন । এই রেলপথ দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের সরাসরি যোগ রয়েছে । পরবর্তী সময়ে বর্ধমান রেলস্টেশনের সঙ্গে এই রেলপথটি সংযুক্ত হয় । ফলে কাটোয়া রেলস্টেশনে যাত্রীর চাপও প্রচুর থাকে । এখন অন্যান্য বড় স্টেশনগুলির মতন কাটোয়া স্টেশনককে উন্নত সুবিধা যুক্ত হিসাবে গড়ে তোলার বিষয়ে রেলদপ্তরের উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা ।।