এইদিন ওয়েবডেস্ক,খারকিভ,০১ মার্চ : রাশিয়ার বিমান বাহিনী ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের আবাসিক এলাকায় ধারাবাহিক বোমা হামলা চালাচ্ছে । রুশ বাহিনীর কামান,ক্ষেপণাস্ত্র ও বিমান হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলের খারকিভ শহরে । একইভাবে রাজধানী কিয়েভে হামলা বাড়িয়েছে রুশ বাহিনী । সেখানে প্রায় আড়াই হাজার ভারতীয় শিক্ষার্থী আটকা পড়েছে। প্রবল হামলা চলছে বলে তারা চলে যেতে পারছে না । মঙ্গলবার ইউক্রেনের কিয়েভে ভারতীয় দূতাবাস শহরে অবস্থানরত ছাত্র-ছাত্রী সহ সকল ভারতীয়কে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ।
এদিকে এদিন খারকিভে নবীন সেকারাপ্পা (২১) নামে এক পড়ুয়া যখন শুকনো খাবার কেনার জন্য একটি মুদি দোকানের বাইরে লাইনে দাঁড়িয়েছিলেন সেই সময় রুশ সেনার ছোড়া একটি বোমা এসে সেখানে পড়ে । বোমা বিস্ফোরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় ।কর্ণাটকের হাভেরিতে বাড়ি নবীনের । তিনি খারকিভ মেডিকেল কলেজের অন্তিম বর্ষের ছাত্র ছিলেন । খারকিভের ছাত্র সমন্বয়কারী পূজা প্রহারাজ জানিয়েছেন,নবীন গভর্নরের বাড়ির কাছেই থাকতেন । মুদি দোকানে কিছু শুকনো খাবার কিনতে লাইনে দাঁড়িয়েছিলেন তিনি। হঠাৎ একটি বিমান হামলা শুরু হয়ব। দুপুরের পরেই হাউস অফ গভর্নরসের সামনে বোমা হামলা চালায় । এ ঘটনায় তিনি নিহত হয়েছেন ।
ছাত্র মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাক্সি । তিনি টুইটারে বলেছেন,’আজ সকালে ইউক্রেনের খারকিভে বোমা হামলায় এক ভারতীয় ছাত্রের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত । মন্ত্রণালয় তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করছে । আমরা পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই ।’।