পারমিতা দত্ত,কালনা(পূর্ব বর্ধমান),০৭ জানুয়ারী : সামনেই সরস্বতী পূজোর মরশুম৷ তাই দামি দামি মিউজিক সিস্টেমের সঙ্গে পাওয়ার ও ডিজে-এর মধ্যে তারের সংযোগ করে প্রস্তুত হয়েছিলেন বৈদ্যুতিক সামগ্রীর ব্যবসায়ী । রাতের অন্ধকারে দোকানের শাটারের তালা ভেঙে ভিতরে ঢুকে স্ক্রু ড্রাইভার,প্লাস, কাটার প্রভৃতি যন্ত্রপাতি খুঁজে বের করে সেই সমস্ত দামি দামি মিউজিক সিস্টেম খুলে নিয়ে পালিয়ে গেলো দুষ্কৃতীদল ৷ এমতাবস্থায় আগে থেকেই পূজো কমিটিগুলির কাছে বায়না নিয়ে রাখা কিভাবে মিউজিক সিস্টেম সরবরাহ করবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না পূর্ব বর্ধমান জেলার কালনার ছোটোমিত্র পাড়ার ব্যবসায়ী জিতু সরকার । তবে দুষ্কৃতীদল যে কায়দায় চুরি করেছে তাতে বিস্মিত তিনি । জিতুবাবুর কথায়,’আমি স্ক্রু ড্রাইভারসহ যন্ত্রপাতি একটা ড্রয়ারে রেখে দিতাম । সেটা চোরেরা কিভাবে জানলো তা ভেবেই অবাক হয়ে যাচ্ছি ।’ হয় পরিচিত কেউ বা কারা চুরির ঘটনা ঘটিয়েছে,নচেৎ কোনো দুষ্কৃতীদল আগে থেকেই দোকানে রেইকি করে গেছে বলে মনে করছেন তিনি । তিনি এনিয়ে কালনা থানায় অভিযোগ দায়ের করলেও, পাশাপাশি কেউ চোর ধরে দিতে পারলে তিনি ৫০ হাজার টাকা পুরষ্কার ঘোষণাও করেছেন ।
কালনার ছোটোমিত্র পাড়ায় “শ্রীজিতা সাউন্ড” নামে দোকান রয়েছে জিতু সরকারের৷ মিউজিক সিস্টেম ভাড়ায় খাটান তিনি । জিতু ও তার মা বাণী সরকার মূলত দোকানটি চালান । ঘটনাটি ঘটে গত ৫ জানুয়ারী রাতে । জানা গেছে, রাতে সাধারণত দোকানঘরেই ঘুমোন জিতু । কিন্তু ওইদিন মা বাণীদেবী বাড়িতে ছিলেন না৷ তাই রাতে তিনি বাড়িতেই ঘুমতে গিয়েছিলেন৷ আর সেই সুযোগ কাজে লাগায় দুষ্কৃতীরা । এরপর পরের দিন সকালে জিতুবাবু দোকান খুলতে গিয়ে দেখেন শাটারের তালা ভাঙা । ভিতরে ঢুকে দেখেন সমস্ত দামি দামি মেশিনপত্র উধাও হয়ে গেছে ।
এদিকে সমস্ত মেশিনপত্র চুরি হয়ে যাওয়ায় কিভাবে সরস্বতী পূজোর অর্ডার সামলাবেন তা ভেবে কুলকিনারা পাচ্ছেন না জিতু সরকার। এনিয়ে তিনি কালনা থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেছেন । তবে পুলিশের উপর সম্পূর্ণ আস্থা না রাখতে পেরে পাশাপাশি চোর খুঁজতে নগদ ৫০,০০০ টাকা পুরষ্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি । জিতুবাবু বলেছেন,”যদি পুলিশ চোর ধরে আমার মেশিনপত্র উদ্ধার করতে পারে তাহলে পুলিশকেই নগদ পুরষ্কারের অর্থ তুলে দেবো ।”।

