এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : আজ মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার ভাতার বিডিও অফিসে এসআইআর-এর শুনানি শুরু হয় । এদিকে শুনানির নামে হেনস্থার অভিযোগ তুলে বিডিও অফিসের সামনে পথ অবরোধ শুরু করে তৃণমূলের লোকজন। সেই সময় বিডিও-এর জরুরি তলব পেয়ে অফিসে ঢোকার চেষ্টা করেন একজন ডাটা এন্ট্রি অপারেটর । আর তার এই অপরাধের জন্য অবরোধকারী তৃণমূলের দুর্বৃত্ত বাহিনী তার উপর চড়াও হয়ে বেদম পিটিয়ে দেয় বলে অভিযোগ । আক্রান্ত ওই কর্মীর নাম উজ্বল সামন্ত। তিনি ভাতার ব্লকের নারী ও সমাজকল্যাণ বিভাগের ডাটা এন্ট্রি অপারেটর । মারধরের জেরে তার শরীরের একাধিক জায়গায় অল্পবিস্তর আঘাত লেগেছে । তবে দুপুর পর্যন্ত এনিয়ে থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে।
জানা গেছে,আজ সকালে ভাতার বিডিও অফিসে এস আই আর-এর শুনানি শুরু হতে না হতেই তৃণমূলের বেশ কিছু লোকজন জড়ো হয়ে হয়রানি করার অভিযোগ তুলে বিডিও অফিসের গেট লাগিয়ে দিয়ে সামনে বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ অবরোধ করে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে । ফলে চুড়ান্ত নাকাল হতে হয় সাধারণ মানুষকে । উজ্জ্বল সামন্ত জানান,বিডিও তাকে ফোন করে দ্রুত অফিসে যাওয়ার জন্য বলেন । কিন্তু গেট বন্ধ থাকায় তিনি ঢুকতে পারেননি । তিনি জরুরি কাজ আছে জানালেও গেট খুলে দেওয়া হয়নি । উলটে পিছন থেকে কয়েকজন অবরোধকারী তাকে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । তিনি প্রতিবাদ করলে বেশ কয়েকজন দলবেঁধে তার উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কিল,চড় মারতে শুরু করে । মারধরে তার শরীরের বেশ কিছু জায়গায় কেটেছড়ে গেছে বলে তিনি জানান ।

তবে তৃণমূলের অবরোধের সময় ঘটনাস্থলে পুলিশ মজুত থাকলেও তারা কেন প্রথম দিকে হস্তক্ষেপ করল না এনিয়ে প্রশ্ন উঠছে । জানা গেছে,খসড়া তালিকার নাম থাকা ভাতারের প্রায় ২৫ হাজার জনের শুনানির জন্য বিভিন্ন তারিখে ডাকা হয়েছে । মূলত নামের ভুলের কারনে ডাক পড়েছে তাদের । আর শুনানিতে ডাক পাওয়া সিংহভাগই মুসলিম সম্প্রদায়ের বলে জানা গেছে ।।

