এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০২ আগস্ট : টানা বেশ কিছুদিন ধরে বর্ষার প্রবল বৃষ্টিপাত চলছে । শুক্রবার রাতে বৃষ্টিপাতের সময় মাটির দেওয়াল ধসে বিদ্যুৎ খুঁটিতে পড়লে সেটি ভেঙে যায় । আর রাস্তায় পড়ে থাকা বিদ্যুতের তারের সংস্পর্শে এসে মর্মান্তিকভাবে মৃত্যু হল পূর্ব বর্ধমান জেলার ভাতারের এক প্রৌঢ়ের । মৃতের নাম হারাধন গড়াই (৫২)। তার বাড়ি ভাতার থানার সালুন গ্রামে । আজ শনিবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পাশাপাশি আজ শনিবার সকালে জেলার মঙ্গলকোট থানার পালিগ্রাম অঞ্চলের জঙ্গল গ্রামে হারাধন দাস (৬৬) নামে এক বৃদ্ধ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন । দেহটি ময়নাতদন্তের জন্য কাটোয়া হাসপাতালে পাঠানো হয়েছে ।
জানা গেছে,হারাধন গড়াই চাষবাস করতেন । আগে তিনি পুরানো আমলের মাটির দোতলা বাড়িতে বসবাস করতে । সম্প্রতি তার পাশে ইঁটের দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া একটা বাড়ি নির্মান করে সেখানে বসবাস করছিলেন । হারাধনবাবুর বাড়ির পাশেই রয়েছে বিদ্যুতের খুঁটি । রাতে বৃষ্টিপাতের সময় তার পুরনো মাটির বাড়ির একাংশের দেওয়াল বিদ্যুতের খুঁটিতে এসে পড়লে সেটি ভেঙে যায় ।
পরিবার সূত্রে জানা গিয়েছে,রাতের খাওয়া দাওয়া সেরে বাইরে পায়চারি করতে বেড়িয়েছিলেন হারাধনবাবু । কিন্তু তিনি বিদ্যুতের খুঁটি ভাঙার বিষয়টি টের পাননি । যেকারণে তিনি ভুল বশত বিদ্যুতের তারের সংস্পর্শে চলে আসেন এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সেখানেই লুটিয়ে পড়েন । রাত প্রায় বারোটা নাগাদ হারাধনবাবুকে উদ্ধার করে ভাতার হাসপাতালে নিয়ে আসা হয় । কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের পরিবারে রয়েছেন স্ত্রী, এক নাবালক ছেলে এবং বিবাহিত মেয়ে । পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যের আকস্মিক মৃত্যুর পর নাবালক ছেলেকে নিয়ে অতান্তরে পড়েছেন মৃতের স্ত্রী । স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কোথাও কোথাও ইন্সুলেটেড তার লাগানো হলেও সালুন গ্রামের বিদ্যুতের তার এখনো সাবেকি আমলেরই আছে ।।