এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৫ জুন : পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটে দুই পরিবারের মধ্যে বচসার মাঝে বৃদ্ধকে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মঙ্গলকোট থানার পালিগ্রামের বাগানেপাড়ায় । মৃতের নাম শেখ আজিম (৬৫)। এই ঘটনায় ৪ মহিলা সহ ৬ জনের বিরুদ্ধে মঙ্গলকোট থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্তরা চম্পট দিয়েছে । পুলিশ তাদের সন্ধান চালাচ্ছে ।
জানা গেছে,শেখ আজিম জনমজুরি করতেন । পাশাপাশি নিজের অল্পসল্প জমিজমায় চাষবাস করতেন । তার চার মেয়ে৷ সকলের বিয়ে হয়ে গেছে ৷ স্ত্রী বেলি বিবির সঙ্গে থাকতেন শেখ আজিম । তাদের ছোট মেয়ে মাবিয়ার বছর খানেক আগে একই পাড়ার বাসিন্দা আতাই শেখের সঙ্গে বিয়ে হয়েছে । আতাইরা দুই ভাই এক বোন । আতাই পরিযায়ী শ্রমিক। ভিনরাজ্যে কাজ করেন । যদিও ঘটনার সময় তিনি বাড়িতেই ছিলেন । আতাইয়ের দাদা হাফিজুল বাড়িতেই থাকেন। তাদের বোন জাহিদা বিবাহিত। দিন চারেক আগে বাপেরবাড়িতে এসেছিলেন । ঝগড়াটে স্বভাবের জাহিদা বিবিই হলেন আজকের ঝামেলার মূল হোতা ।
মাবিয়া বিবির অভিযোগ,প্রতিবেশী বধূ আজমিরা বিবি আমার ননদ জাহিদাকে মিথ্যা করে বলে আমার দিদি মাজিয়া নাকি ননদের নামে উল্টোপাল্টা বলেছে। এই কথা শোনার পর আমার ননদ আমার উপর আরও নির্যাতন শুরু করে। বাধ্য হয়ে দিদিকে ডাকা হয় মুখোমুখি হয়ে সত্য মিথ্যা যাচাই করার জন্য । যদিও অশান্তি এড়াতে আমরা ফিরে আসি ৷ এরপর বোনের শ্বশুরবাড়িতে গিয়ে বিষয়টি নিয়ে আমি ও বাবা মুখোমুখি হয়ে কথা বলছিলাম । সেই সময় আজমিরা বিবি এসে আমার বৃদ্ধ বাবার গলা টিপে ধরে। জাহিদা ও তাঁর দাদা,বউদি বাবা মায়েরা মিলে আমাদের উপর চড়াও হয়। তারা বাবাকে গাছের ডাল দিয়ে বেধড়ক মারধর করে । বাবা জ্ঞান হারিয়ে সেখানেই লুটিয়ে পড়ে ৷’
জানা গেছে,প্রতিবেশীদের সহায়তায় বৃদ্ধ শেখ আজিমকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় । কিন্তু চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে ৷ পরে মৃতের দাদা আজিজুল শেখ এনিয়ে আজমিরা বিবি, জাহিদা বিবি, জাহিদার ভাই হাফিজুল শেখ,হাফিজুলের স্ত্রী দুলু বিবি,বাবা আবির শেখ এবং মা মজনু বিবির বিরুদ্ধে মঙ্গলকোট থানায় খুনের অভিযোগে এফআইআর দায়ের করেন ৷।

