এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,১৯ সেপ্টেম্বর : বাংলাদেশের খাগড়াছড়ি জেলায় মহম্মদ জসিম উদ্দীন(৪৫) দ্বারা শ্লীলতাহানির শিকার হয়েছে অষ্টম শ্রেণির এক আদিবাসী স্কুল ছাত্রী (১৪) ৷ ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা গুইমারা উপজেলার সিন্দুকছড়ি এলাকায় ৷
জানা গেছে,মহম্মদ জসিম উদ্দীন মানিকছড়ি উপজেলার বাসিন্দা । সে পেশায় কলা ব্যবসায়ী। বৃহস্পতিবার সিন্দুকছড়ি বাজারে ছিল সাপ্তাহিক হাট। জসিম উদ্দীন হাটে কলা বিক্রি করতে গিয়েছিল । চাকমা সম্প্রদায়ের মেয়েটি হাটে কেনাকাটা করতে গেলে জসিম উদ্দীনের কুনজর পড়ে তার উপর৷ সে ছাত্রীকে অশ্লীলভাবে স্পর্শ করলে মেয়েটি চিৎকার করে ওঠে । মেয়েটির চিৎকার শুনে আশপাশের লোকজন জড়ো হয়ে প্রতিবাদ জানায়। তখন লোকজন জসীমকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।
গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী বলেন, এই ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জসীমকে কারাগারে পাঠানো হয়েছে।।

