এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৮ ডিসেম্বর : পড়াশোনা বাদ দিয়ে কার্যত সারাক্ষণ স্মার্টফোনে বুঁদ হয়ে থাকত অষ্টম শ্রেণির ছাত্রী । যেকারণে বকাঝকা করেছিলেন তার মা । আর সেই অভিমানে বিষপান করে আত্মঘাতী হল ওই কিশোরী । এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার গ্রামডিহি গ্রামে । মৃত কিশোরীর নাম বর্ষা সাঁতরা (১৪)। মর্মান্তিক এই ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম ।
পরিবার সূত্রে খবর,গ্রামডিহি কালিপদ হাই স্কুলের ছাত্রী ছিল বর্ষা সাঁতরা । সাম্প্রতিক কিছু দিন ধরে সে পড়াশোনা বাদ দিয়ে প্রায়ই স্মার্টফোন নিয়ে বসে থাকত । বিষয়টি তার মা কবিতা সাঁতরার নজরে পড়ে । শনিবার বিকেলে মেয়েও স্মার্টফোনে বুঁদ হয়ে থাকতে দেখে তিনি তাকে বকাঝকা করে । আর এর কিছুক্ষণ পরেই বাড়িতে রাখা ইঁদুরমারা বিষ খেয়ে নেয় বর্ষা। কিছুক্ষণ পর পরিবারের সদস্যদের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি তাকে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন । দুদিন ধরে হাসপাতালে তার চিকিৎসা চলছিল । আজ সোমবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই কিশোরীর।।

