এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),১৯ সেপ্টেম্বর : পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার অন্তর্গত সনপুর বাজারি খোলামুখ খনি চত্বরে দুর্ঘটনায় মৃত্যু হল ইসিএলের এক স্থায়ী কর্মীর । মৃতখনি কর্মীর নাম চিন্ময় ঘোষ (৪৪) । রবিবার সকালে তিনি খনির ভিতরে কাজ করছিলেন । কিছুক্ষণ পরেই অনান্য কর্মীদের নজরে পড়ে খনি চত্বরের রাস্তার উপরে পড়ে রয়েছে চিন্ময়বাবুর মৃতদেহ ৷ কোনও গাড়ির ধাক্কাতেই তাঁর মৃত্যু হয়েছে বলে অনুমান মৃতের সহকর্মীদের । স্থানীয়রা জানান, খনির ভিতরে একই রাস্তা দিয়ে কয়লা বোঝাই গাড়ি ও ছোট গাড়ি যাতায়ত করে । ফলে প্রায়ই দূর্ঘটনার কবলে পড়েন খনি কর্মীরা । বিগত ৬ মাসে এনিয়ে চারটি দুর্ঘটনা ঘটল বলে খনির কর্মীরা জানিয়েছেন ।
জানা গেছে,দূর্ঘটনার পর ইসিএল কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলে উৎপাদন বন্ধ রেখে বিক্ষোভ দেখায় খনির কর্মীরা । নিহত কর্মীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি তোলেন তাঁরা । প্রায় চার ঘন্টা ধরে বিক্ষোভ চলে । শেষে ইসিএল কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভ তুলে নেওয়া হয় । পরে খবর পেয়ে পাণ্ডবেশ্বর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় ।।