এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,০৪ অক্টোবর : বাংলাদেশের নেত্রোকোণা জেলায় “লাভ জিদাদ”-এর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে । নেত্রকোণার পূর্বধলা উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের ১৫ বছরের ওই হিন্দু কিশোরীকে গ্রেমের জালে ফাঁসিয়ে ধর্মান্তরিত করতে সক্ষম হয় একজন মুসলিম যুবক । কিন্তু মেয়েটি পরে নিজের ভুল বুঝতে পেরে নিজের বাবা-মায়ের কাছে ফিরে আসে । এরপর মুসলিম জনতা জোট বেঁধে কিশোরীদের বাড়িতে চড়াও হয়ে তাকে ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু স্থানীয় হিন্দু গ্রামবাসীদের ঐক্যবদ্ধ প্রতিরোধে তারা পিছু হঠতে বাধ্য হয় ।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে প্রকাশ্যে ঘোষণা করে শুক্রবার সোলেমান কবীরের নেতৃত্বে ১৫ বছরের ওই হিন্দু কিশোরীকে ঘর থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালায় একদল স্থানীয় মুসলিম জনতা । তবে গ্রামবাসী ও হিন্দু সম্প্রদায়ের সাহসী প্রতিরোধে শেষ পর্যন্ত তারা ব্যর্থ হয়।এ বিষয়ে এলাকাবাসীর অভিযোগ, সম্প্রতি হিন্দু সম্প্রদায়ের ওপর ভয়ভীতি সৃষ্টি ও হামলার প্রবণতা বাড়ছে। তবে ধলামূলগাঁওয়ের মানুষ ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে প্রতিরোধ গড়ে তুলে প্রমাণ করেছে— একতাই শক্তি।
এলাকার একজন প্রবীণ সনাতনী বলেন,’আমরা যদি ঐক্যবদ্ধ হই, কেউ আমাদের ভয় দেখাতে পারবে না। নিজেদের নিরাপত্তা ও অধিকার রক্ষার জন্য সবাইকে একসঙ্গে দাঁড়াতে হবে।’ এ ঘটনায় গ্রামবাসীর সাহসিকতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দও। তারা বলেন, এমন ঐক্যবদ্ধ প্রতিরোধই হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তার একমাত্র ভরসা।।