এইদিন ওয়েবডেস্ক,লক্ষ্ণৌ,১২ জানুয়ারী : প্রায় আট বছর আগের একটি মামলায় স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সাংসদ-বিধায়ক আদালত । আগামী ২৪ জানুয়ারি তিনি আদালতে হাজির না হলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলে খবর । প্রসঙ্গত,২০১৪ সালে একটি বিতর্কিত বিবৃতি দিয়েছিলেন স্বামী প্রসাদ মৌর্য । তিনি বিবৃতি দিয়েছিলেন যে কেউ যেন পূজা না করে । আর এরপরেই তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে মামলা দায়ের করা হয় ।
প্রসঙ্গত,রাজ্যের দলিত ও পিছিয়ে পড়াদের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তুলে মঙ্গলবারই ইউপি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন মৌর্য । সেই সঙ্গে তিনি আগামী ১৪ জানুয়ারী সমাজবাদী পার্টিতে যোগ দেওয়ার কথা ঘোষণাও করেছেন । তাই রাজ্যের বিধানসভা ভোটের ঠিক মুখেই এত বছরের পুরনো একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ।
এদিকে বুধবার যোগী মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন আরেক মন্ত্রী দারা সিং চৌহান । পদত্যাগের পর তিনি অখিলেশ যাদবের সঙ্গেও দেখাও করেছেন তিনি । দারা সিং চৌহানও স্বামী প্রসাদের ঘনিষ্ঠ বলে পরিচিত । দুই নেতাই একই জেলা কুশীনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করে জিতেছেন । স্বামী প্রসাদ মৌর্য কুশিনগরের পদরুনা আসনের বিধায়ক । দুই নেতাই দীর্ঘদিন ধরে বিএসপিতে একসঙ্গে ছিলেন । পরে তাঁরা সমাজবাদী পার্টিতে যোগ দেন । ২০১৭ সালের নির্বাচনের আগে দলবদল করে তাঁরা গেরুয়া শিবিরে নাম লেখান । এখন দু’জনেই ফের বিজেপি ছেড়ে আবার এসপি-তে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ।
ইউপি সরকারের মন্ত্রিসভা থেকে পদত্যাগের ২৪ ঘন্টার মধ্যেই স্বামী প্রসাদ মৌর্যের বিরুদ্ধে একটি পুরনো মামলা সমন পাঠায় সাংসদ-বিধায়ক আদালত । বুধবার তাঁর আদালতে হাজির হওয়ার কথা ছিল । কিন্তু তিনি আদালতে হাজিরা না দিলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় ।।