এইদিন ওয়েবডেস্ক,রাজৌরি,০৬ অক্টোবর : বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় একটি সেনা শিবিরের ভিতরে একজন অফিসার সহকর্মীদের ওপর গুলি চালানোর পাশাপাশি গ্রেনেড নিক্ষেপ করায় তিন অফিসার সহ কমপক্ষে পাঁচজন সেনা সদস্য আহত হয়েছে বলে খবর । জানা গেছে, গত কয়েকদিন ধরে ক্যাম্পে গুলি চালানোর অনুশীলন চলছিল এবং অভিযুক্ত মেজর পদমর্যাদার ওই আধিকারিক কোনো প্রকার উস্কানি ছাড়াই তার সহকর্মীদের উপর গুলি চালাতে থাকে । তারপর সে ইউনিটের অস্ত্রাগারে গিয়ে আশ্রয় নেয় । সেনাবাহিনীর ঊর্ধ্বতন আধিকারিকরা ভবনের কাছাকাছি চলে আসে এবং তাকে নিরস্ত্র করার চেষ্টা করে । তখন অভিযুক্তদের তাদের দিকে একটা গ্রেনেড নিক্ষেপ করে । গ্রেনেড বিস্ফোরিত হলে তিনজন অফিসার আহত হন । আহতদের মধ্যে ইউনিটের সেকেন্ড-ইন- কমান্ডের অবস্থা “সঙ্কটজনক” বলে উল্লেখ করা হয়েছে । রাত 11 টার দিকে অভিযুক্তদের নির্বিচারে গুলিবর্ষণে আরও দুই সৈন্য আহত হয়েছে বলে সূত্রের খবর ।উত্তেজনাপূর্ণ পরিস্থিতি প্রায় আট ঘন্টা স্থায়ী হয় বলে জানা যায় ।
ঘটনাটি ঘটেছে রাজৌরি জেলার থানামান্ডির কাছে নীলি পোস্টে । সেনাবাহিনী সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অস্ত্রাগারের কাছাকাছি একটি গ্রাম খালি করে দেয় ।
এই ঘটনার বিষয়ে জম্মু-ভিত্তিক প্রতিরক্ষা পিআরও লেফটেন্যান্ট কর্নেল সুনীল বার্টওয়াল একটি বার্তায় বলেছেন,’আমি জেনারেল এরিয়া রাজৌরিতে সেনা ক্যাম্পে কিছু গুলি/সন্ত্রাসী হামলার বিষয়ে কল পেয়েছিলাম । আমি আপনাদেরকে জানাতে চাই যে কোনও সন্ত্রাসী হামলা হয়নি, এটি শিবিরের একটি দুর্ভাগ্যজনক অভ্যন্তরীণ ঘটনা ।’।