এইদিন ওয়েবডেস্ক,পুঞ্চ,১৪ অক্টোবর : গত ১২ অক্টোবর পুঞ্চের সুরানকোট এলাকায় ডেরা কি গলিতে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে শহিদ হন সেনাবাহিনীর একজন জুনিয়র কমিশনড অফিসারসহ ৫ সেনাকর্মী । তারপর জঙ্গিদের খোঁজে গোটা এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী । পুঞ্চ-রাজৌরির জঙ্গলে তল্লাশির সময় বৃহস্পতিবার গভীর রাতে জঙ্গিদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই শুরু হয় । সেই লড়াইয়ে এক সেনা আধিকারিক এবং এক সেনা জওয়ান শহীদ হয়েছেন বলে সেনাবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে । তবে সংঘর্ষে কোনও জঙ্গি খতম হয়েছে কিনা তা সেনাবাহিনীর তরফ থেকে কিছু জানানো হয়নি ।
বিগত চারদিন ধরে জঙ্গিদের সন্ধানে পুঞ্চে অভিযান চালাচ্ছে ভারতীয় সেনাবাহিনী । বৃহস্পতিবার সন্ধ্যায় পুঞ্চের মেনধার মহকুমার নারখাস জঙ্গলে অভিযানের সময় সেনাবাহিনীর উপর হামলা করে জঙ্গীরা । শুরু সেনা-জঙ্গি গুলির লড়াই । আর তখনই এক জেসিও ও এক জওয়ানের শরীরে গুলি লাগে । তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় । কিন্তু চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয় । ঘটনার পর জম্মু-পুঞ্চ জাতীয় সড়কপথ বন্ধ করে এলাকায় জোরদার তল্লাশি অভিযান চালাচ্ছে সেনাবাহিনী । কিন্তু দুর্গম পাহাড়ি অঞ্চলের মধ্যে জঙ্গিরা লুকিয়ে থাকায় কিছুটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে সেনাবাহিনীকে ।।