এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ জানুয়ারী : কাজে দিতে যাওয়ার পথে পূর্ব বর্ধমানের ভাতারে আক্রান্ত হলেন এক সেনা জওয়ান । আজ রবিবার বিশ্বজিৎ পাল নামে সেনাবাহিনীর ওই জওয়ান বাসে চড়ে যাওয়ার সময় ব্যাগ রাখা নিয়ে বচসার জেরে ভাতার থানার বলগোনা বাসস্ট্যান্ড থেকে ওঠা দুই যুবক তাকে মারধর করে বলে অভিযোগ । আজ দুপুরে এনিয়ে তিনি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
জানা গেছে,বিশ্বজিৎ পালের বাড়ি কেতুগ্রামের গোয়ালপাড়া গ্রামে। বর্তমানে জম্মু ও কাশ্মীরে ডিউটি পড়েছে তার । সম্প্রতি তিনি ছুটিতে বাড়ি আসেন । আজ তিনি ডিউটিতে যোগ দিতে যাচ্ছিলেন । বিশ্বজিৎবাবু তাঁর অভিযোগপত্রে জানিয়েছেন, আজ কেতুগ্রাম থেকে তিনি ট্রেনে কাটোয়া স্টেশনে আসেন । সেখানে বর্ধমান–কাটোয়া রুটের একটি বাসে চড়েন ।বাসটি বলগোনা বাসস্ট্যান্ডে পৌঁছনোর পর দু’জন যুবক বাসে ওঠে। বিশ্বজিতবাবুর সঙ্গে থাকা তিনটি ব্যাগ নিয়ে তারা ঝামেলা পাকায় । তাদের সঙ্গে বচসা চলাকালীন ওই দুই যুবক বাসের ভিতরেই তাকে ব্যাপক মারধর করে। ঘটনার পর তিনি বাস থেকেই ভাতাড় বাজারে পরিচিত এক ব্যক্তিকে ফোন করে বিষয়টি জানান। তবে পরিচিত লোকজন পৌঁছনোর আগেই ভাতাড় হাইস্কুলের সামনে বাসস্ট্যান্ডে বাস থেকে নেমে অভিযুক্তরা পালিয়ে যায়।
এরপর তিনি ভাতার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । পরে তিনি নিজের কর্মস্থলের উদ্দেশ্যে রওনা হন । পুলিশ জানিয়েছে,অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে। যদিও সন্ধ্যা অব্দি কোনো গ্রেপ্তারের খবর নেই বলে জানা গেছে ।।

