এইদিন ওয়েবডেস্ক,কালিয়াগঞ্জ(উত্তর দিনাজপুর), ২৬ এপ্রিল : দ্বাদশ শ্রেণীর এক রাজবংশী ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে উঠল উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ৷ এবার মঙ্গলবার রাতে থানা থেকে পালিয়ে পার্শ্ববর্তী এক গৃহস্থের বাড়িতে আশ্রয় নেওয়া কালিয়াগঞ্জ থানার পুলিশকর্মীদের ধরে লাঠি, রড প্রভৃতি দিয়ে বেদম পেটালো ক্ষিপ্ত জনতা । গুরুতর আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী । পরে থানার থানার বিশেষ বাহিনী গিয়ে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায় । এডিজি অজয় কুমার জানিয়েছেন থানায় হামলা ও পুলিশকে মারধরের ঘটনায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে ।
এদিকে থানায় হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বুধবার তিনি দাবি করেছেন, পুলিশ স্টেশন এবং সরকারী সম্পত্তি পুড়িয়ে দেওয়ার জন্য বিহার থেকে লোক পাঠিয়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) । তারাই পুলিশ কর্মীদের নির্মমভাবে মারধর করেছে। মহিলা পুলিশকর্মীদেরও ছাড়া হয়নি । তিনি আরও বলেছেন যে যারা দাঙ্গায় অংশ নিয়েছিল তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলায় অরাজকতা ছড়ানোর ষড়যন্ত্রকে পরাজিত করবেন তিনি ।
মিডিয়া রিপোর্টে জানা গেছে, রাজবংশী ও আদিবাসী সংগঠনের বিক্ষোভ ঘিরে মঙ্গলবার ফের উত্তেজনা ছড়িয়ে পড়ে কালিয়াগঞ্জে । ক্ষিপ্ত জনতা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি করে । আগুন ধরিয়ে দেওয়া হয় থানার কয়েকটি অফিস ও কয়েকটি চারচাকা গাড়িতে । বিক্ষোভকারীদের হাত থেকে বাঁচতে স্থানীয় একটি বাড়িতে এসে আশ্রয় নেন পুলিশকর্মীরা । বাড়ির একটি ঘরে থাকা খাটের তলায় ঢুকে যান পুলিশকর্মীরা ৷ কিন্তু ক্ষিপ্ত জনতা ওই ঘরের একটা জানালা ভেঙে ভিতরে ঢুকে পুলিশ কর্মীদের ব্যাপক মারধর করে । সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিওতে দেখা গেছে, খাটের তলায় ঢুকে ভয়ে সিঁটিয়ে রয়েছেন পুলিশকর্মীরা । ওই অবস্থায় তাঁদের উপর বেধড়ক লাঠি চালাচ্ছে উন্মত্ত জনতা । মারের চোটে এক পুলিশকর্মীর ঠোঁট ফেটে রক্ত ঝড়তে দেখা গেছে । কোনও পুলিশকর্মীর মাথার থাকা হেলমেট পর্যন্ত ভেঙে যায় । পুলিশকর্মীরা হাত জোড় করে তাদের ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন, তবু মারধর থামেনি ।
এদিন সংবাদ মাধ্যমের কাছে কিশোরী মৃত্যু প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন,’আমি বলব না যে কালিয়াগঞ্জের ঘটনা পরিকল্পিত ছিল । এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা এবং আমরা পরিবারের সাথে আছি। কিন্তু তার পরে যা ঘটেছে তা পরিকল্পিত ।’ তিনি আরও বলেন,রাজ্য সরকার মেয়েটির মৃত্যু এবং মঙ্গলবার বাংলার কালিয়াগঞ্জে অগ্নিসংযোগের ঘটনা উভয়েরই তদন্ত করবে ।।