এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৬ জুন : এক হাজার বছরেরও অধিক প্রাচীন পাথরের তৈরি দেবীমূর্তি উদ্ধার হল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের দিগনগর গ্রামে । গ্রামের একটি পুকুর সংস্কারের কাজ চলার সময় পাঁকের সঙ্গে উঠে আসে ফুট দেড়েক উচ্চতার ওই মূর্তিটি । বর্তমানে মূর্তিটি পুলিশের হেফাজতে রয়েছে ।
পূর্ব বর্ধমান জেলার বাসিন্দা ইতিহাস গবেষক স্বপন ঠাকুর বলেন, ‘মূর্তিটি হল ‘সপ্তমাতৃকার’ অন্যতম বারাহী দেবীর মূর্তি । দেবীর মূখাবায়ব বরাহ আদলের । তাই এই নামকরন । পাল ও সেন যুগে সপ্তমাতৃকার আরাধনার প্রচলন ছিল । এককালে গোপভূমেও বারাহী দেবীর পূজার চল ছিল । সম্ভবত নবম-দশক শতাব্দীতে তৈরি ব্যসল্ট পাথরের এই মুর্তিটি । এই ধরনের মূর্তি সাধারনত দেখা যায় না ।’
স্বপনবাবু আরও বলেন,’সাধারণত তন্ত্রচর্চার ক্ষেত্রে সপ্তমাতৃকার আরাধনা করা হয় । অতীত কালে আউশগ্রাম জঙ্গলমহল এলাকায় তন্ত্রচর্চার চল ছিল । মূর্তিটির পুরাতাত্ত্বিক মূল্য অনেক।’ স্থানীয়দের অনুমান সেই সময় তান্ত্রিকদের কাছ থেকে মূর্তিটি চুরি করে এনে ওই পুকুরের জলে ফেলে দেওয়া হয়েছিল ।
স্থানীয় সূত্রে জানা গেছে, দিগনগর গ্রামের কুরুলপুকুর নামে একটি পুকুরের সংস্কারের কাজ চলছে । শনিবার বিকেলে মেশিন দিয়ে পুকুরের পাঁক তোলার কাজ চলার সময় পাথরের মূর্তিটি উঠে আসে । ঘটিনার কথা জানাজানি হতেই মূর্তিটি দেখতে পুকুরপাড়ে ভিড় জমান গ্রামবাসীরা । স্থানীয় বাসিন্দা দিগনগর-১ অঞ্চল তৃণমূল সভাপতি মাধব রায় বলেন, ‘মূর্তিটি প্রথমে একটি স্থানীয় এক গৃহস্থের বাড়িতে এনে রাখা হয় । তারপর থানায় খবর দেওয়া হয় । পুলিশ এলে মূর্তিটি পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।এখন পুলিশের হেফাজতেই রয়েছে মূর্তিটি ।’।