এইদিন ওয়েবডেস্ক,লন্ডন,০২ ফেব্রুয়ারী : এক ব্রিটিশ মহিলা এবং তার ৩ ও ৮ বয়সী কন্যার উপর এসিড আমরা চালানোয় অভিযুক্তকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ । অভিযুক্ত আফগান যুবক ২০১৬ সালে অবৈধভাবে ব্রিটেনে প্রবেশ করে বলে পুলিশ জানিয়েছে । সে ‘ক্ষারীয়’ ধরনের পদার্থ ব্যবহার করে ওই ব্রিটিশ মহিলা ও তার সন্তানদের ওপর হামলা চালিয়েছিল বলে জানা গেছে ।
পুলিশের মতে, এই হামলায় আরও নয়জন আহত হয়েছে, যার মধ্যে পাঁচজন নিরাপত্তা বাহিনীও ছিল যারা এই মহিলাকে বাঁচানোর চেষ্টা করছিল। তথ্য অনুযায়ী, হামলাকারীর নাম আবদুল শাকুর ইয়াজিদি এবং সে আফগানিস্তানের নাগরিক।
পুলিশ এই ব্যক্তির যে ছবি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে একটি গাড়ির ধাক্কায় সে নিজেও আহত হয়েছে।
নিরাপত্তা কর্তৃপক্ষ অভিযুক্ত ব্যক্তিকে বিপজ্জনক বলে অভিহিত করেছে এবং লোকজনকে তার কাছে যাওয়া এড়াতে বলেছে। প্রতিবেদনে বলা হয়েছে, এই আফগান ব্যক্তি হামলার পর এলাকা থেকে পালিয়ে যায় । ইউরোপীয় দেশগুলিতে আফগান শরণার্থীদের আক্রমণের খবর এর আগেও ঘটেছে । ইজরায়েলের সঙ্গে ফিলিস্তিনি সন্ত্রাসী গোষ্ঠী হামাসের যুদ্ধের পর থেকে অমুসলিম রাষ্ট্রগুলিতে মুসলিম অভিবাসীদের ক্রমাগত হামলা চলছে । যে কারণে মুসলিমদের ওপর তীব্র আক্রোশের সৃষ্টি হয়েছে ওই সমস্ত দেশগুলিতে ।।