এইদিন ওয়েবডেস্ক,বিদিশা,১৭ জানুয়ারী : গ্রামের প্রধান শর্ত রেখেছিল নিকাশি নালার পচা জল পান করলে ২০০০ টাকা নগদ পুরষ্কার দেবে । আর সেই টাকার লোভে দু’হাতের আঁজলা ভরে নালার দূর্গন্ধ যুক্ত জল পান করলেন ৬০ বছরের এক বৃদ্ধ । ঘটিনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলায় আনন্দপুর থানার জাওয়াটি গ্রামে ।
সম্প্রতি জাওয়াটি গ্রামের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইর্যাল হতে দেখা গেছে । ভিডিওতে দেখা গেছে এক বৃদ্ধ গ্রামের হাইড্রেনের সামনে বসে দু’হাতের আঁজলা ভরে জল তুলে পান করছে । তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছে আরও কিছু লোকজন । বৃদ্ধকে নিষেধ করা তো দূর, বরঞ্চ বৃদ্ধের এই কাজের জন্য তাদের সাধুবাদ জানাতে শোনা যাচ্ছে । জল পানের পর এক ব্যক্তিকে বৃদ্ধের পিঠে হাত রেখে অন্য দিকে নিয়ে যেতে দেখা গেল ।
জানা গেছে,ঘটনাটি দিন ৩-৪ আগের । ওই বৃদ্ধের নাম পান্নালাল । তিনি জনমজুরি করে সংসার চালান । অত্যন্ত হতদরিদ্র পরিবার । আর তাঁর দারিদ্রের সুযোগ নিয়ে গ্রামের প্রধান নিছক মজা করার উদ্দেশ্যে গ্রামের হাইড্রেনের জল পানের জন্য দু’হাজার টাকা তাঁকে দেবেন বলে শর্ত দিয়েছিলেন বলে অভিযোগ । দরিদ্র বৃদ্ধ প্রধানের ওই শর্তে রাজি হয়ে যান । তারপর সকলের সামনে ড্রেনের নোংরা ও দূষিত জল পান করেন । সেই সময় ঘটনাস্থলে উপস্থিত লোকজনের মধ্যে কেউ ওই ঘটনার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেয় । যা নিমেষের মধ্যে ভাইর্যাল হয়ে যায় । আনন্দপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন,এনিয়ে কেউ অভিযোগ দায়ের করেনি । ঘটনার তদন্ত চলছে ।।
ছবি : ভাইর্যাল হওয়া ভিডিও থেকে স্ক্রীন শর্ট নেওয়া ।