এইদিন ওয়েবডেস্ক,উত্তরাখণ্ড,০১ আগস্ট : উত্তরাখণ্ডের রুরকি জেলার একটি মসজিদে ১১ বছরের এক মেয়ে চারজন নাবালক ছেলে দ্বারা গণধর্ষণের শিকার হয়েছে। অভিযুক্তরা কাউকে কিছু না বলার জন্য মেয়েটিকে হুমকিও দিয়েছিল । নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে।
মিডিয়া রিপোর্ট অনুসারে, বুধবার (৩০ জুলাই ২০২৫) মেয়েটি মসজিদে গিয়েছিল। চার কিশোর মেয়েটিকে প্রলুব্ধ করে একটি ঘরে নিয়ে যায়। এখানে মেয়েটিকে গণধর্ষণ করা হয়। এর ভিডিওও রেকর্ড করা হয়। মেয়েটি অসংলগ্ন অবস্থায় বাড়িতে পৌঁছালে পরিবারের সন্দেহ হয়।
পরিবারের বারবার জিজ্ঞাসাবাদে নির্যাতিতা কিশোরী পুরো ঘটনাটি বর্ণনা করে। এরপর পরিবার গঙ্গানাহার কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ মামলা দায়ের করেছে। অভিযুক্ত নাবালকদের মধ্যে ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। একই সাথে মসজিদের মুয়াজ্জিমকেও তলব করা হয়েছে।।