এইদিন ওয়েবডেস্ক,অমরাবতী,১০ জুলাই : উমেশ কোলহের খুনিদের প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর দাবি তুললে মহারাষ্ট্রের অমরাবতীর নির্দল সাংসদ নবনীত রানা । শনিবার নবনীত রানা এবং তার বিধায়ক স্বামী রবি রানা উমেশ কোলের অমরাবতী বাড়ির সামনে হনুমান চালিসা পাঠ করেন । সেই সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনীত রানা দাবি তোলেন, ‘উমেশ কোলের খুনিদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত যাতে দেশে এমন অপরাধের পুনরাবৃত্তি করার সাহস না হয় ।’ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে এই বিষয়ে উদাহরণ তৈরি করার অনুরোধ করেছেন বলে জানান ।
উল্লেখ্য,নূপুর শর্মার সমর্থনে পোস্ট করার অপরাধে ২১ জুন উমেশ কোলহেকে নৃসংশভাবে খুন করে কয়েকজন দূষ্কৃতী । এই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ । ধৃতদের মধ্যে রয়েছে হত্যার মাস্টারমাইন্ড ইরফান খান (৩২), মুদাসসার আহমেদ ওরফে সোনু রাজা শেখ ইব্রাহিম (২২), শাহরুখ পাঠান ওরফে বাদশা হিদায়াত খান (২৫), আব্দুল তৌফিক ওরফে নানু শেখ তসলিম (২৪), শোয়েব খান ওরফে ভুরিয়া সাবির খান (২২), আতিব রশিদ, আদিল রশিদ (২২) এবং ইউসুফ খান বাহাদুর খান (৪৪) ।
জানা গেছে,ধৃতদের মধ্যে ইউসুফ খান উমেশের মেডিকেল স্টোরে কাজ করত । উমেশ কোলহের ও ইউসুফ দুজনেই একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্য ছিলেন । আর ওই গ্রুপে শর্মার সমর্থনে একটি পোস্ট শেয়ার করেছিলেন উমেশ । তারপর থেকেই উমেশকে খুনের ষড়যন্ত্র করে ইউসুফ ।
প্রথমে পুলিশ ঘটনার তদন্ত করছিল । ৫ জুলাই ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) অমরাবতী পুলিশের কাছ থেকে মামলার তদন্তভার নেয়। মুম্বইয়ের একটি বিশেষ আদালত মামলার সাত অভিযুক্তকে ১৫ জুলাই পর্যন্ত এনআইএ হেফাজতে পাঠিয়েছে ।।