এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),২০ জুন : ইঞ্জিন বিকল হয়ে আধ ঘন্টা লেটে কাটোয়া স্টেশনে পৌঁছালো আমোদপুর-কাটোয়া লোকাল ট্রেন । আজ শুক্রবার দুপুরে কেতুগ্রামের কাঁকুড়হাটি-নবগ্রাম হল্ট স্টেশনে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে যাওয়ার পর মেরামতের পর আধ ঘন্টা দেরিতে দুপুর ২- ৩০ মিনিট নাগাদ ট্রেনটি কাটোয়ায় পৌঁছায় । ফলে যাত্রীদের নাকাল হয়ে যায় ।
জানা গেছে,কাটোয়া-আমোদপুর শাখায় সারাদিনে মোট তিন জোড়া ট্রেন চলাচল করে । তার মধ্যে দুপুরের ওই লোকাল ট্রেনটি ১২- ৫০ মিনিট নাগাদ আমোদপুর থেকে কাটোয়ার উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু কেতুগ্রামের কাঁকুড়হাটি-নবগ্রাম হল্ট স্টেশনে আসতেই ইঞ্জিনের মোটরের একটি কম্প্রেসারে সমস্যা দেখা দেয় । পরে রেলের ইঞ্জিনিয়াররা এসে মেরামত করলে দুপুর ২ টো নাগাদ কাটোয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা হয় । কাটোয়ায় পৌঁছায় দুপুর ২:৩০ নাগাদ । কাটোয়া স্টেশনের ম্যানেজার সুপ্রভাত ভট্টাচার্য জানান,আধ ঘন্টার মধ্যেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায় ।।

