এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৬ সেপ্টেম্বর : কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ার শ্রীশ্রী দুর্গাপুজো ও শারদ উৎসবের এবারের থিম হল “অপারেশন সিঁদূর” । কলকাতা পুরসভার কাউন্সিলর ও বিজেপি নেতা সজল ঘোষ মূলত এই পূজোর উদ্যোক্তা । গত বছরের মত এবছরও সন্তোষ মিত্র স্কোয়ারের পূজোর উদ্বোধন করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ । ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার সকালে প্রথমেই তিনি পূজোমণ্ডপে এই মহান শিক্ষাবিদ ও সমাজ সংস্কারের মূর্তিতে ফুল নিবেদন করে শ্রদ্ধা জানান । এরপর প্রদীপ জ্বেলে পূজার উদ্বোধন ও দেবীকে পুষ্পার্ঘ্য নিবেদন ও আরতি করে প্রমান জানান । অমিত শাহকে ল্যাপটপে “অপারেশন সিঁদূর”-এর উপরে নির্মিত একটি ছোট ডকুমেন্টারি দেখান ক্লাবকর্তারা । মনোযোগ সহকারে সেই ভিডিও দেখেন তিনি ।
পরে মঞ্চে সংক্ষিপ্ত ভাষণ দেন অমিত শাহ । তবে তার ভাষণে কোনো রাজনৈতিক বক্তব্য ছিল না । তিনি বলেন,’এইমাত্র আমি মায়ের পূজো করে দিলাম । আমি মায়ের সামনে প্রার্থনা করেছি যে নির্বাচনের পর বাংলায় এমন একটা সরকার তৈরি হোক যে সরকার সোনারা বাংলা নির্মাণ করতে সক্ষম হবে৷ আমাদের বাংলা ফের সুরক্ষিত,সমৃদ্ধ, শান্ত, সুজলাং সুফলাং হয় এবং আমরা যেন কবিগুরুর স্বপ্নের বাংলার নির্মাণ করতে পারি ।’ তিনি আরও বলেছেন, ‘দুর্গাপূজো উৎসব আমাদের শুভর দিকে নিয়ে যাক । আমাদের সমৃদ্ধির উচ্চতায় নিয়ে যাক । আর বাংলার উন্নয়নের মাধ্যমে আমাদের নেতা নরেন্দ্র মোদীজি যে বিকশিত ভারতের স্বপ্ন দেখেছে তা আমরা বাস্তবায়ন করতে পারি ।’
অমিত শাহ বানভাসি কলকাতায় বিদ্যুৎস্পষ্ট হয়ে মৃতদের আত্মার শান্তি কামনা ও মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে বলেন,’দুর্গাপুজোর শুরুতেই এখানে ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টিতে ১০ জনের অধিক মানুষের প্রাণ চলে গেছে । ওই সমস্ত শোকার্ত পরিবারের পাশে আমরা বিজেপির সমস্ত কর্মকর্তা পাশে আছি এবং মৃতদের হৃদয়পূর্বক শ্রদ্ধাঞ্জলি জানাই ।’
বাংলা ভাষা ও সমাজ সংস্কারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকার কথা উল্লেখ করে এই মহান মনিষীকে শ্রদ্ধা জানিয়ে অমিত শাহ বলেন,’আজ মহান শিক্ষাবিদ এবং সমাজ সংস্কারক বন্দনীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী । যখন আমরা পড়া দিয়েছিলাম তখন উনি শুধু বাংলা নয় সমগ্র ভারতবর্ষের কার জন্য যা করেছেন তা কেও ভুলতে পারবেন না৷ বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাংলার ব্যাকরণ, আর মহিলাদের শিক্ষার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজি নিজের গোটা জীবন উৎসর্গ করেছিলেন । আমি বিজেপির সমগ্র পরিবারের তরফ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরজিকে হৃদয়পূর্বক প্রমান করি৷’ পাশাপাশি তিনি এক্স-এ লিখেছেন, ‘মহান সমাজ সংস্কারক এবং শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্ত্রী শিক্ষা, বিধবা পুনর্বিবাহ এবং কুসংস্কারমুক্ত সমাজ নির্মাণের জন্য আজীবন কাজ করে গেছেন। বহু ভাষার পন্ডিত, বিদ্যাসাগর মহাশয় শিক্ষাকে সমাজ সংস্কারের সর্বশ্রেষ্ঠ মাধ্যম বলে মনে করতেন। তাঁর জন্মবার্ষিকীতে আমি তাঁকে শ্রদ্ধা জানাই।’
বৃহস্পতিবার রাতে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন অমিত শাহ । তাঁকে স্বাগত জানান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী,রাজ্য বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যসহ অনান্য । আজ সন্তোষ মিত্র স্কোয়ারে দুর্গাপুজোর উদ্বোধনেও শুভেন্দু ও সমীককে দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রীর সাথে । গতকালই অমিত শাহ টুইট করে জানিয়েছিলেন,নবরাত্রির এই শুভক্ষণে আমি কলকাতায় উপস্থিত হয়েছি। পশ্চিমবঙ্গের দুর্গাপূজা হোক কিংবা গুজরাটের গরবা–রাস, সমগ্র দেশ উৎসাহ ও ভক্তিভরে মা দুর্গার আরাধনা করছে। সকালে আমি কালীঘাট মন্দিরে দেবী কালীর দর্শন-পূজা করব। পাশাপাশি দুর্গাপূজার প্যান্ডেলগুলির উদ্বোধনেও অংশ নেব ।’।