এইদিন ওয়েবডেস্ক,রায়গঞ্জ,২৩ এপ্রিল : এবারের লোকসভা ভোটে বিজেপিকে ৩৫ টা আসন দিলে বাংলাকে অনুপ্রবেশমুক্ত করার প্রতিশ্রুতি দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বিজেপি প্রার্থী কার্তিক পালের সমর্থনে আজ মঙ্গলবার করণদিঘিতে (Karandighi) জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । সবাই বক্তব্য রাখতে গিয়ে প্রথমেই তিনি পশ্চিমবঙ্গকে বাংলাদেশি অনুপ্রবেশকারী মুক্ত করার কথা ঘোষণা করেন । অমিত শাহ বলেন, ‘রাম মন্দির নির্মাণ করা উচিত ছিল কিনা? ৫০০ বছর ধরে ভগবান শ্রীরামকে তাঁবুর মধ্যে থাকতে হয়েছে । আপনারা ২০১৯ সালে ১৯ টা আসন দিয়েছিলেন বলে মোদীজি রাম মন্দিরের ভূমিপূজন করে রাম মন্দির নির্মাণ করে দিয়েছেন । মমতা দিদি আর কংগ্রেস পার্টি দুজনাই রাম মন্দিরের বিরোধিতা করেছিল । কিন্তু বাংলার জনতা মোদীজিকে ১৮ টা আসন দেওয়ার পর তাদের কোন বিরোধ কাজে লাগেনি, রাম মন্দির নির্মাণ হলো । আপনারা ১৮ টা আসন দিয়েছেন রাম মন্দির নির্মাণ হয়েছে, ৩৫ টা আসন দিন বাংলাকে অনুপ্রবেশমুক্ত করা হবে ।’
সিএএ আইন নিয়ে মমতা ব্যানার্জির বিরোধিতার প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী বলেন,’সিএএ লাগু হওয়া উচিত কি নয়? বাংলাদেশ,পাকিস্তান,আফগানিস্তান থেকে বিতাড়িত হওয়া হিন্দু,বৌদ্ধ,শিখ,জৈন সম্প্রচার মানুষদের নাগরিকত্ব পাওয়া উচিত কি নয়? কিন্তু মমতা দিদি বিরোধ করছেন । আমি মমতা দিদিকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশ থেকে বিতাড়িত হিন্দু বৌদ্ধদের নাগরিকত্ব দিলে আপনার কি অসুবিধা? দিদি আপনি অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছেন । আর শরণার্থীদের নাগরিকত্বের বিরোধিতা করছেন?’ এরপর তিনি বলেন, ‘আজ কংগ্রেস বলেছে যে তারা ক্ষমতায় এলে সিএ এ প্রত্যাহার করে নেবে । আমি বলছি, কংগ্রেস বা মমতাদিদের হিম্মত নাই সিএএ আইনে হাত দেওয়ার ।’
এরপর পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ ইস্যুতে অমিত শাহ বলেন, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশ বন্ধ হওয়া দরকার কি নয়? প্রতিদিন হাজার হাজার মানুষ অনুপ্রবেশ করছে বাংলায় । ওদের আটকানো উচিত কি নয়? মমতা দিদি আটকাতে পারবে? যদি কেউ আটকাতে পারেন তিনি হলেন নরেন্দ্র মোদি ।
সন্দেশখালি কাণ্ডে মমতা ব্যানার্জিকে কার্যতা তুলোধোনা করেন অমিত শাহ । তিনি বলেন,’ভোট ব্যাংকের জন্য মমতা ব্যানার্জি সন্দেশখালি মহিলাদের উপর অত্যাচার হতে দিয়েছেন । ওই সমস্ত মা-বোনদের ভগবান মঙ্গল করুন, হাইকোর্ট বিষয়টি গুরুত্ব দিয়েছিল বলে আজ মমতা ব্যানার্জির দলবল জেলের মধ্যে । এরাজ্যে সন্দেশখালীর মতো ঘটনা বন্ধ হওয়া উচিত কি নয়?’ শিক্ষক নিয়োগ দুর্নীতি কান্ডে রাজ্য সরকারকে একহাত নেন অমিত শাহ । তিনি বলেন, তৃণমূলের মন্ত্রী পার্থ চ্যাটার্জির ঘর থেকে ৫১ কোটি টাকা পাওয়া গেল । আজ পার্থ চ্যাটার্জি জেলে । কিন্তু মমতা দিদি এখনো তাকে সাসপেন্ড করেনি । বাংলায় ভ্রষ্টচার বন্ধ হওয়া উচিত কি নয়? মমতা দিদি কি এটা আটকাতে পারবে? কেবল বিজেপি আর নরেন্দ্র মোদী আটকাতে পারে ।’
নিজের এক্স হ্যান্ডেলে অমিত শাহ লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের জনগণ অনুপ্রবেশকারী এবং দুর্নীতিবাজদের হিতাকাঙ্খী টিএমসিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং মোদীজীকে আরও একবার প্রধানমন্ত্রী করার জন্য মনস্থির করেছেন।’ এদিনের সভাতে এই প্রসঙ্গে তিনি বলেন,’আমরা বাংলায় ৩৫ আসনের লক্ষ্য রেখেছি । দিদি কান খুলে শুনে রাখুন, বাংলার জনতা বিজেপিকে ৩০ থেকে ৩৫ টি আসন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে ।’উপস্থিত জনতার উদ্দেশ্যে আমি শাহ বলেন,’আপনারা ১৮ আসন দিয়েছিলেন বলে আগের বার বিজেপির ৩০০ পার করেছে । এবারে যদি আপনারা ৩৫ আসন দেন তাহলে ৪০০ পার করবে বিজেপি ।’।