এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৭ আগস্ট : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে মহাদেবের পূজার নামে ‘অবজ্ঞা’ করার অভিযোগ তুললেন বিজেপির সর্বভারতীয় সোশ্যাল মিডিয়া ইনচার্জ অমিত মালব্য । তিনি একটি ভিডিও পোস্ট করেছেন । ভিডিওতে মন্দিরের শিবলিঙ্গের সামনে একটি আসন পাতা ছিল । মুখ্যমন্ত্রীকে সেখানে বসার জন্য পুরোহিতকে বলতেও দেখা গেছে । কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই আসনে না বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডান হাত দিয়ে শিবলিঙ্গের মাথায় দুধ,ও জল ঢালেন । তারপর আকন্দ ফুলের মালা ও ফুল শিবলিঙ্গে ছুড়ে দিতে দেখা যায় তাঁকে । বলা হচ্ছে যে ঘটনাটি কলকাতার কালীঘাট মন্দিরের ঠিক বাইরে নকুলেশ্বর ভৈরব মন্দিরের ।
এদিকে মমতা ব্যানার্জির দ্বারা মহাদেবের পূজা পদ্ধতি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । অমিত মালব্য টুইট করেছেন,’কোন ভুল নয় । হিন্দু আচার ও বিশ্বাসের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অবজ্ঞা, অজ্ঞতা থেকে জন্মায়নি। এটি হিন্দুদের অসন্তুষ্ট করার এবং তার মুসলিম ভোটব্যাঙ্ককে আবারও খুশি করার জন্য একটি পরিকল্পিত, ইচ্ছাকৃত পদক্ষেপ । কেউ তাকে মহাদেব মন্দির দেখার জন্য বলেনি বা আশাও করেনি । মুখ্যমন্ত্রী হওয়ার কারণে, তিনি সম্ভবত হিন্দুদের মূর্তিপূজারী হিসাবে উপহাস করতে পারেন না বা ইসলাম ধর্মাবলম্বীদের মতো দেবতাকে আরও অপবিত্র করতে পারেন না, তাই তিনি যে অবমাননাকর পদ্ধতিতে নিজেকে পরিচালনা করেছিলেন,সেটি ছিল ঘৃণ্যভাবে পরবর্তী সবচেয়ে সুবিধাজনক কাজ ।’
তিনি আরও লেখেন,’এটা পরিহাসের বিষয় যে পশ্চিমবঙ্গ, বেশ কয়েকটি হিন্দু নবজাগরণ আন্দোলনের ভূমি, প্রথমে কমিউনিস্টদের তিন দশকেরও বেশি শাসনের দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল এবং এখন সেখানে একজন মুখ্যমন্ত্রী রয়েছেন, যিনি তাদের চেয়েও খারাপ ।’
জনৈক ইউজার্স টুইট করেছেন,’কালীঘাটের নকুলেশ্বর ভৈরব মন্দিরের স্বয়ম্ভু লিঙ্গটি খ্রিস্টীয় ১৫ শতকে নাথ সাধক চৌরাঙ্গ স্বামীর দ্বারা প্রথম পাওয়া যায় ৷ পুরাণে বলা হয়েছে যে ৫১ টি ভৈরব ৫১ টি শক্তিপীঠের রক্ষক নকুলেশ্বর ভৈরব কালীঘাট আদি শক্তি পীঠেরও রক্ষক ৷’তবে ভিডিওটি কবে তোলা হয়েছিল তা স্পষ্ট নয় । ভিডিওর সত্যতা যাচাই করেনি এইদিন ।।