এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৪ সেপ্টেম্বর : মঙ্গলবার বানভাসি কলকাতায় বিদ্যুস্পষ্ট হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে ৷ শারদোৎসবের আবহে এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শাসকদল তৃণমূল কংগ্রেসের ব্যার্থতাকে দায়ি করছে বিজেপি । এদিকে আজ বুধবার দুপুরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে মৃতদের পরিবারের সদস্যদের আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি রাজ্য সরকারের তরফে মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা বলেছেন । এদিকে ক্ষতিপূরণের পরিমান নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । মক্কায় পদদলিত হয়ে মৃতদের যেখানে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেছিলেন মমতা ব্যানার্জি, সেখানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়াদের জন্য মাত্র ২ লক্ষ টাকা করে দেওয়ায় তার মানসিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি ।
অমিত মালব্য এক্স-এ লিখেছেন,’২০১৫: পশ্চিমবঙ্গের মক্কায় পদদলিত হওয়ার শিকারদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন। ২০২৫: একই মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়াদের জন্য মাত্র ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন – দুর্গাপূজার সময় তাঁর সরকারের অবহেলার কারণে ঘটে যাওয়া মৃত্যু। বাংলার মানুষের জীবনের তিনি কতটা কম মূল্য দেন।’
এদিকে আজ কলকাতার একাধিক পূজোমণ্ডপের উদ্বোধন করেন মমতা ব্যানার্জি । তার মধ্যে কলকাতার চক্রবেড়িয়া সার্বজনীন দুর্গাপুজোর উদ্বোধনে মহিলাদের সঙ্গে ডান্ডিয়া নৃত্য করতে দেখা গেছে । পরে ভবানীপুরে পুজো উদ্বোধনে গিয়ে তিনি বলেন,’মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে রাজ্যের তরফে। সিইএসসিকে আমি পরিবারের একজনে চাকরি দেওয়ার কথা বলেছি, তবে ওরা না দিলে রাজ্যের তরফে স্পেশাল হোমগার্ডের চাকরি দেওয়া হবে।’ যদিও আগেই কলকাতায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসিকে মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ।।