এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ মে : আজ বৃহস্পতিবার ভোর রাতে ‘তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের’ হাত থেকে বিজেপি কর্মী ছেলেকে বাঁচাতে গিয়ে খুন হয়েছেন পূর্ব বর্ধমান জেলার নন্দীগ্রামের সোনাচূড়ার মনসাবাজার এলাকার বাসিন্দা রতিবালা আড়ি নামে এক বৃদ্ধা । তাঁকে নির্মমভাবে পেটানো ও কোপানো হয়েছে বলে অভিযোগ । ঘটনার আগের দিন পূর্ব মেদিনীপুরে জনসভায় অভিষেক ব্যানার্জি উসকানিমূলক ভাষণ দেওয়ার পরেই এই ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । এবারে নন্দীগ্রামে বিজেপি কর্মীর মাকে খুনের ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন বিজেপির সর্বভারতীয় আইটি ইনচার্জ অমিত মালব্য । তিনি গত ১৬ মে মমতা ব্যানার্জির নির্বাচনী জনসভায় ভাষণের ভিডিও ক্লিপ শেয়ার করে তার বিরুদ্ধে ‘উসকানিমূলক’ ভাষণ দেওয়ার অভিযোগ তুলেছেন ।
ভিডিওতে মমতা ব্যানার্জিকে বলতে শোনা গেছে, ‘নন্দীগ্রামের ঘটনাটা তো আপনাদের আমি আগেই বলেছি । আমাকে প্রতারণা করা হয়েছে । রিগিং করা হয়েছে, টোটাল ভোট লুট করা হয়েছে । সেদিন ডিএম, এসপি সবাইকে চেঞ্জ করে দিয়ে,বিজেপি ক্ষমতায় আছে বলে গায়ের জোরে,ইলেকশন কমিশনের সাহায্যে, ইলেকশন হয়ে যাওয়ার পরে লোডশেডিং করে ভোট পাল্টে দেয়া হয়েছিল । আজ না হয় কাল আমি এর বদলা তো নেবই । কিভাবে নেব, কেমন করে নেব, সেটা আগামী দিন পথ দেখাবে ।’ এরপর তিনি বলেন, চিরকাল বিজেপি থাকবে না। চিরকাল সিবিআই কোলে রেখে দেবে না ।’
মমতা ব্যানার্জীর এই ‘বদলার’ হুঁশিয়ারির কারণেই নন্দীগ্রামে বিজেপি কর্মীর মাকে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন অমিত মালব্য । ভিডিওর সাথে তিনি লিখেছেন, ‘১৬ ই মে, ২০২৪ – হলদিয়ার একটি সমাবেশে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে তার পরাজয়ের প্রতিশোধ নেওয়ার হুমকি দেন। তিনি বিজেপির শুভেন্দু অধিকারীর কাছে হেরেছেন, কিন্তু এখনও নির্লজ্জভাবে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন ৷ ২৩ শে মে,২০২৪ – নন্দীগ্রামে বিজেপি কর্মী রতিবালা আড়ি খুন হয়েছেন ৷ আমি নন্দীগ্রামে বিজেপি কর্মীদের উপর তৃণমূল সমর্থকদের কাপুরুষোচিত হামলার নিন্দা করি৷ নন্দীগ্রামের সোনাচূড়া এলাকায় বিজেপি কর্মীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় তৃণমূল সমর্থকরা। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন। প্রাণ হারিয়েছেন রতিবালা আড়ি নামে এক মহিলা বিজেপি কর্মী ।’ এরপর তিনি লিখেছেন,’গণতন্ত্রে এ ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয়। মমতা ব্যানার্জিকে তার উস্কানিমূলক বক্তব্য এবং তার দলের অপরাধী সদস্যদের পরবর্তী পদক্ষেপের জন্য দায়বদ্ধ হতে হবে। আমরা লড়াই করব এবং রতিবালা আড়ি এবং সমস্ত ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করব। আমাদের স্থানীয় ইউনিট নন্দীগ্রামে ১২ ঘন্টা বনধের ডাক দিয়েছে৷ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বারবার সাম্প্রদায়িক ও হত্যামূলক বক্তব্যের প্রতি কবে নজর দেবে মুখ্য নির্বাচন কমিশন ? নির্বাচন শেষ হওয়ার পর?’