এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),০৮ নভেম্বর : রাস্তায় ঘুরে বেড়ানো মালিক বিহীন গরু অথবা পথ কুকুর প্রভৃতি প্রাণীর সঙ্গে এক শ্রেণীর মানুষের বর্বরোচিত আচরন দেখে মনে হয় যে ওই অবলা প্রাণীদের ক্ষুধা- তৃষ্ণা-ব্যাথার অনুভুতি নেই । মাঝে মধ্যেই পথ কুকুর বা মালিক বিহীন গরুর সঙ্গে ওই সমস্ত মনুষ্যরূপী পশুদের নৃশংস আচরণ সোশ্যাল মিডিয়ায় লক্ষ্য করা যায় । পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের অমরপুর এলাকায় এমনই এক নরপশু নিছক খেলের ছলে একটি পথকুকুরের দিকে তির ছুড়েছিল । তিরটি গেঁথে যায় কুকুরটির পিঠে । ওই অবস্থাতেই বিগত ৫ দিন ধরে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে এলাকায় ঘুরে বেড়াচ্ছিল । অবশেষে ত্রাতার ভূমিকায় দেখা গেল পূর্ব বর্ধমান জেলার ভাতারের মুরাতিপুরের পশুপ্রেমী আমির শেখকে । আজ শনিবার ভাতার থেকে বাইকে চড়ে প্রায় ৭০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে কুকুরটির শরীরে গেঁথে থাকা তিরটি বের করে তার প্রাণ বাঁচালেন তিনি । তিরটি বের করে তার চিকিৎসার ব্যবস্থাও করেন ।
স্থানীয়রা জান্সন, ওই পথকুকুরটিকে লক্ষ্য করে কেউ তির ছোড়ে। তিরটি কুকুরটির পিঠের কাছে গেঁথে ঝুলছিল। দিন পাঁচেক ধরে কুকুরটিকে রাস্তায় ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা । যন্ত্রণায় কাতরাচ্ছিল । খাওয়া দাওয়া প্রায় বন্ধ করে দেয়। কয়েকজন চেষ্টা করেও তিরটি বের করতে পারেনি। স্থানীয়রা জানান বনকর্মীদের বলা হয়েছিল।তারা অবস্থা দেখে জবাব দিয়ে চলে যায় । এলাকায় পশুচিকিৎসক কাউকে পাওয়া যায়নি। অবশেষে স্থানীয়রা শেখ আমিরের সঙ্গে যোগাযোগ করেন। আজ তিনি কুকুরটির শরীর থেকে তিরটি বের করে তাকে যন্ত্রণা থেকে মুক্তি দেন । পশুপ্রেমী শেখ আমিরের এই প্রকার মানসিকতার প্রশংসা করেছেন অমরপুরবাসী ।।

