এইদিন ওয়েবডেস্ক,উত্তর চব্বিশ পরগনা,২৪ জানুয়ারী : বিগত কয়েকদিন ধরে রাজ্যের রাজধানী শহর কলকাতা ও শহরতলী এলাকাগুলিতে একের পর এক বহুতল ভবন হেলে পড়ার ঘটনা ঘটে চলেছে । অভিযোগ উঠে যে পুকুর বুজিয়া জমির চরিত্র বদল করে মুনাফার লোভে একশ্রেণীর অসাধু প্রোমোটাররা ওই সমস্ত ভবনগুলি নির্মাণ করেছিল । আরে নিয়ে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে বিছানা করছে বিজেপি । বহুতল হেলে পড়া নিয়ে তোলপাড়ের মাঝে উত্তর ২৪ পরগনা জেলার বেলঘড়িয়ায় এক্সপ্রেসওয়ের পাশে একটা আস্ত জলাশয় বোজানোর ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছিল স্থানীয় কিছু দুর্বৃত্তরা । শেষ পর্যন্ত হস্তক্ষেপ করতে হলো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়াকে (এনএইচএআই) । দুর্বৃত্তদের দৌরাত্ম ঠেকাতে নিতে হলো সেনাবাহিনীর সাহায্য ।
জানা গেছে, বেলঘড়িয়ায় এক্সপ্রেসওয়ের পাশেই রয়েছে বড়সড়ো একটি জলাশয় । বেশ কিছুদিন ধরে স্থানীয় ভূ-মাফিয়ারা জলাশয়টিতে মাটি ফেলে বোঝাতে শুরু করেছিল । এমনকি তারা ভূমি সুরক্ষা দফতরের সাহায্যে ভুয়ো নথি তৈরী করে ওই আস্ত জলাশয়টি নিজেদের বলে দাবি করে । যদিও জলাশয়টি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার সম্পত্তি বলে জানা গেছে । সেটি বোজানোর খবর পেয়ে নড়েচড়ে বসে এনএইচএআই কর্তৃপক্ষ । অবশেষে বৃহস্পতিবার কেন্দ্রীয় বাহিনীর সাহায্য নিয়ে জলাশয় ভরাট রুখে দেয় ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমদম থানা ও বেলঘরিয়া থানার পুলিশ বাহিনী । তারপর রাতভর একাধিক ডাম্পার দিয়ে জলাশয়কে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হয় ।।