এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),২২ সেপ্টেম্বর : শাস্ত্রীয় ভাবে মহালয়ার দিনই মায়ের আবাহন হয়ে গেছে । আজ সোমবার প্রতিপদের দিন বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে ঘট স্থাপনর মধ্য দিয়ে দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে গেড়ে গোটা রাঢ়বঙ্গে । মায়ের আরাধনার আনুষ্ঠানিকভাবে শুরু মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । জেলার শহর থেকে গ্রামাঞ্চলের পূজো মণ্ডপগুলিতে শেষ মুহুর্তের প্রস্তুতি তুঙ্গে ৷ এই আবহে পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে পূর্তদপ্তরের অফিস সংলগ্ন পুকুর পাড়ের আস্তাকুড়ে দেখা গেলো দেবী দুর্গার বড়সড় ছবি ছাপা একটি ক্যালেন্ডার । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পার্শ্ববর্তী বলরাম তলার আশেপাশের কোনো পরিবার এই কান্ড ঘটিয়েছে । পরিবারটির মানসিকতা নিয়ে প্রশ্ন তুলে নিন্দায় সরব হয়েছেন ধর্মপ্রাণ মানুষজন।
প্রসঙ্গত,ভাতার বাজারের ডাম্পিং গ্রাউন্ড না থাকায় সাধারণত ভাতার বাজার সংলগ্ন ভাতার-কামারপাড়া সড়ক ও বর্ধমান- কাটোয়া রাজ্য সড়কের দুপাশ বর্জ্য সামগ্রী ও পশুর মৃতদেহ ফেলে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা । তার মধ্যে ভাতার-কামারপাড়া সড়কের ঠিক পাশে পূর্তদপ্তরের অফিস সংলগ্ন পুকুর পাড়ের একাংশকে বর্জ্য সামগ্রী ফেলার জন্য ব্যবহার করে স্থানীয় ব্যবসায়ী ও পার্শ্ববর্তী বলরাম তলায় বসবাসকারী পরিবারগুলির একাংশ ।
জানা গেছে,আজ সোমবার দুপুরে পথচলতি মানুষের নজরে পড়ে যে ওই আস্তাকুঁড়ে ফেলা হয়েছে বিভিন্ন দেবদেবীর ছবি ছাপা কয়েকটি পুরনো ক্যালেন্ডার ও কিছু বর্জ্য সামগ্রী । ওই ছবিগুলির মধ্যে রয়েছে গৌড় -নিতাই ও দেবী দুর্গার একটি বড়সড় ছবি । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বলরাম তলায় বসবাসকারী একটি পরিবার আজ সকালে বেশ কিছু পরিত্যক্ত সামগ্রীর সাথে দেবদেবীর ওই ক্যালেন্ডারগুলিও ফেলে দিয়ে গেছে । শারদোৎসবের আবহে এই প্রকার ন্যাক্কারজনক কাজের তীব্র সমালোচনা করেছেন তারা।
দুর্গাপুজো ২০২৫-এর সময়-নির্ঘণ্ট :
মহালয়া – ২১ সেপ্টেম্বর, রবিবার। দেবীপক্ষের সূচনা।
পঞ্চমী – ২৭ সেপ্টেম্বর, শনিবার। সকাল ৮:৪৯ পর্যন্ত পঞ্চমী, তার পর থেকেই কার্যত ষষ্ঠী। সন্ধ্যায় দেবীর বোধন।
ষষ্ঠী – ২৮ সেপ্টেম্বর, রবিবার। সকাল ১০:৪৩ পর্যন্ত ষষ্ঠী। এদিন সন্ধ্যায় দেবীর আমন্ত্রণ ও অধিবাস।
সপ্তমী – ২৯ সেপ্টেম্বর, সোমবার। দুপুর ১২:২৮ পর্যন্ত সপ্তমী। দেবীর নবপত্রিকা প্রবেশ।
দেবীর গজে আগমন অর্থাৎ হাতিতে আগমন, যার ফল শস্যপূর্ণা বসুন্ধরা।
অষ্টমী – ৩০ সেপ্টেম্বর, মঙ্গলবার। দুপুর ১:৪৫ পর্যন্ত অষ্টমী। এদিনই মহাষ্টমীর ব্রত-উপবাস।
সন্ধিপুজো – দুপুর ১:২১ থেকে ২:০৯ পর্যন্ত।
বলিদান – দুপুর ১:৪৫-এ।
নবমী – ১ অক্টোবর, বুধবার। দুপুর ২:৩৬ পর্যন্ত নবমী। তবে কালবেলার কারণে সকাল ৮:২৯-এর মধ্যে মহানবমীবিহিত পূজা শেষ করতে হবে।
দশমী ও বিসর্জন – ২ অক্টোবর, বৃহস্পতিবার । দুপুর ২:৫৬ পর্যন্ত দশমী। দশমীর পুজো শেষে দেবীর দোলায় গমন।
এর ফল- মড়ক, অর্থাৎ রোগ-শোকের ছায়া।
আগমন ও গমনের ফলাফল
আগমন – গজে (হাতিতে) – ফল: প্রাচুর্য, শস্যপূর্ণ বসুন্ধরা।
গমন – দোলায় – ফল: রোগ ও মহামারীর আশঙ্কা।