এইদিন বিনোদন ডেস্ক,১৬ আগস্ট : আজ ১৬ আগস্ট । ১৯৪৬ সালের এইদিনে ‘ডাইরেক্ট অ্যাকশান ডে’ বা প্রত্যক্ষ কর্ম দিবস ঘোষণা করেছিল সর্বভারতীয় মুসলিম লীগের নেতা ও তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দী । তার উদ্দেশ্য ছিল নির্বিচারে হিন্দু নরসংহার করে হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্কের সৃষ্টি করা । আর করেছিলেও তাই । এই দিন কলকাতার রাজপথ অলিগলি হিন্দুদের রক্তের স্রোত বয়ে গিয়েছিল । মাত্র সাম্প্রদায়িক হিংসায় ৭২ ঘন্টার মধ্যে কলকাতায় অন্তত ৪,০০০ এরও বেশি মানুষ মারা যায় এবং ১,০০,০০০ বাসিন্দা গৃহহীন হয়ে পড়ে । ভারত বিভাজনের সময় ইতিহাসের সবচেয়ে বড় পূর্ব পরিকল্পিত নৃশংস বর্বরোচিত সাম্প্রদায়িক হিংসার এই সত্য কাহিনী সুকৌশলে চেপে গিয়েছিল কংগ্রেস ও বামপন্থী ইতিহাসকাররা । কিন্তু পারেনি ।
‘ডাইরেক্ট অ্যাকশন ডে’ বা ইতিহাসের পাতায় যা ‘দ্য গ্রেট ক্যালকাটা কিলিংস’ নামে পরিচিত হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সৃষ্টি সেই সাম্প্রদায়িক হিংসার ঘটনার উপর নির্মিত হিন্দি ছবি ‘দ্য বেঙ্গল ফাইলস’-এর ট্রেলার লঞ্চের জন্য এই দিনটকেই বেছে নিলেন পরিচালক ও প্রযোজক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী । গতকাল তিনি অভিযোগ করেছিলেন,শনিবার কলকাতার সিনেমা হলে ছবিটির ট্রেলার প্রকাশ করার কথা ছিল । কিন্তু রাজনৈতিক চাপে সিনেমা হল মালিক তার সিনেমা ঘরের ভাড়া বাতিল করে দিয়েছে । তবে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন,’ট্রেলার তো কলকাতাতেই লঞ্চ হবে । আমি চুপ থাকতে পারিনা। কারণ সত্য কখনো চাপা থাকে না ।’ অবশেষে তিনি কথা রাখলেন। আজ শনিবার কলকাতা থেকেই লঞ্চ করলেন ‘দ্য বেঙ্গল ফাইলস’ ছবির ট্রেলার । এই খবর জানিয়ে বিবেক অগ্নিহোত্রী টুইট করেছেন, ‘১৯৪৬ সালের ১৬ আগস্ট, ডাইরেক্ট অ্যাকশন ডে এক ভয়াবহ হিন্দু গণহত্যা । আজ দুপুর ১টায়, বিশ্ব এই হিন্দু গণহত্যার সত্য জানতে পারবে। @ZeeStudios_ ইউটিউব চ্যানেলে ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর ট্রেলার প্রকাশ করা হচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে সাহসী চলচ্চিত্র।’ ট্রেলারে নরসংহারের নৃশংসতা দেখে শিহরিত হয়ে উঠেছেন দর্শকরা ।
ছবিটি পরিচালনা করেছেন বিবেক রঞ্জন অগ্নিহোত্রী । অভিষেক আগরওয়াল, পল্লবী জোশী এবং বিবেক রঞ্জন অগ্নিহোত্রী দ্বারা প্রযোজনা করা হয়েছে । ছবিতে বলিউড সুপারস্টার মিঠুন চক্রবর্তী একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করেছেন । অভিনয় করেছেন পল্লবী জোশী নিজেও । জি স্টুডিও ট্রেলার পোস্ট করে এক্স-এ লিখেছে, ডাইরেক্ট অ্যাকশন ডে (১৬ আগস্ট ১৯৪৬) এর শিকারদের স্মরণে, আমরা আপনাদের সামনে ‘দ্য বেঙ্গল ফাইলস’ এর অফিসিয়াল ট্রেলার উপস্থাপন করছি – হিন্দু গণহত্যার অকথিত গল্পের উপর নির্মিত সবচেয়ে সাহসী চলচ্চিত্র। ২০২৫ সালের ৫ সেপ্টেম্বর সিনেমা ঘরে আসছে ।।